Thursday, March 27, 2025
Homeখবরবস্তুশাস্ত্র খবর- ঘরে মানিপ্ল্যান্ট বসাতে গিয়ে কিছু বিষয়ে খেয়াল রাখবেন

- Advertisment -

বস্তুশাস্ত্র খবর- ঘরে মানিপ্ল্যান্ট বসাতে গিয়ে কিছু বিষয়ে খেয়াল রাখবেন

 

ভারতের অন্যতম প্রাচীন শাস্ত্র – বস্তুশাস্ত্র। বস্তু শাস্ত্র আমাদের জানায় যে কিভাবে বাড়ি তৈরী করতে হবে ও বাড়ির কোথায় কোন জিনিস রাখলে তা বাড়ির শান্তি বজায় রাখবে। আজকে আমাদের আলোচনার বিষয় -‘মানিপ্ল্যান্ট’।

আমরা হয়তো সবুজ ভালোবেসে বা ঘর সাজানোর জন্য ঘরে ইন্ডোর প্ল্যান্ট হিসাবে মানিপ্ল্যান্ট রাখি। কিন্তু বাস্তুশাস্ত্র অনুসারে, মানি প্ল্যান্টে দেবী লক্ষ্মীর বাস। এই গাছ ঘরে আনলে আপনার ধনসম্পত্তি বাড়তে পারে। কিন্তু তার জন্য কিছু বিধি মেনে চলতে হবে। মানিপ্ল্যান্ট ঘরের মধ্যে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটায়। আর্থিক অবস্থায় উন্নতি ঘটায়। কিন্তু মানিপ্ল্যান্ট ঘরের সঠিক দিকে বসাতে এবং সঠিকভাবে তার পরিচর্যা করতে হবে।

ভারতীয় বাস্তুশাস্ত্র বলছে, বাড়িতে মানিপ্ল্যান্ট বসালেই হবে না। বাড়িতে যাতে সুখ-সমৃদ্ধি বজায় থাকে, তার জন্য কিছু বাস্তু নিয়মও মেনে চলতে হবে। বাস্তুশাস্ত্র অনুসারে, মানিপ্ল্যান্ট বাড়ির দক্ষিণ-পূর্বের মধ্যবর্তী স্থানে বসান। সবচেয়ে ভাল ফল পাবেন, যদি মানিপ্ল্যান্ট দক্ষিণ-পূর্ব কোণে বসান। এতে সম্পদের বৃদ্ধি ঘটবে। আপনি প্রধান সদর দরজা, বারান্দা বা প্রবেশদ্বারে সামনে মানি প্ল্যান্ট বসাতে পারেন। এমনকি ছাদেও বসাতে পারেন এই লতানে গাছ। ঘরে ভুলেও শুকনো গাছ রাখবেন না। মানিপ্ল্যান্ট হোক বা অন্য কোনও গাছ, শুকনো বা মরা গাছ লাগলে জীবনে দারিদ্র্য নেমে আনবে। মানিপ্ল্যান্টের পাতা যেন সবসময় টাটকা থাকে, সে দিকে খেয়াল রাখুন। প্লাস্টিকের পাত্র বা টবে মানিপ্ল্যান্ট বসাবেন না। কাচের বোতলে মানি প্ল্যান্ট বসান। সবুজ বা নীল রঙের বোতল ব্যবহার করুন। এতে জীবনে কোনওদিন অর্থ সংকটে ভুগবেন না। মাটির টবেও মানিপ্ল্যান্ট বসাতে পারেন। সবচেয়ে বড়ো কথা, এই গাছকে ভালোবেসে ঘরে স্থান দিন। দেখবেন লক্ষ্মী ঠিকই আপনাকে ভালোবাসবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments