ভিক্টর ব্যানার্জী এখন থাকেন দেরাদুনে। সত্যজিৎ রায়ের ‘ঘরে বাইরে’ছবিতে নিখিলেশের ভূমিকায় অভিনয় করে তিনি বুঝিয়ে দিয়েছিলেন যে তিনি একজন জাত অভিনেতা। উত্তরাখণ্ডের মুসৌরির একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। বাড়িতে আচমকাই বুকে ব্যথা অনুভব করায় তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এখন কেমন আছেন প্রবীণ অভিনেতা? পরিবার সূত্রে খবর, এখন তিনি অনেকটাই সুস্থ। শনিবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন অভিনেতা। হাসপাতাল থেকে ফিরে দেরাদুনের বাড়িতেই রয়েছেন তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী তিনি ভালো আছেন।
প্রথমিকভাবে চিকিৎসকেরা। কিছুটা উদ্বিগ্ন হয়ে উঠেছিলেন। ৭৮ বছর বয়সের এই অভিনেতা অভিনেতার রক্তচাপ কমে গিয়েছিল। এই বর্ষীয়ান অভিনেতাকে রাখা হয়েছিল আইসিইউ-তে। এই প্রবীণ অভিনেতা অনেক দিন হল রোল ক্যামেরা,লাইট, অ্যাকশনের জগত্ থেকে অনেকটাই দূরে। যদিও ২০২৩ সালে অনেক দিন পরে তাঁকে দেখা গিয়েছিল নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ‘রক্তবীজ’ ছবিতে। অভিনেতার অসুস্থতার খবরে চিন্তিত তাঁর ভক্তেরা। এই মুহূর্তে খুশি তার ভক্তরা।