নয় নয় করে নবন্যার বয়স হয়ে গেলো ১২ বছর। জিৎ যেমন অভিনয় জগতে অনন্য তেমনই একজন স্বামী ও বাবা হিসাবেও অনন্য। মেয়ের জন্মদিনে স্যোশাল মিডিয়ায় আবেগঘন পোস্ট জিতের। টলিউড সুপারস্টার মেয়ে এবার ১২ বছর পূর্ণ করল। ছোট্ট নবন্যার জন্মের সঙ্গে সঙ্গে কীভাবে বদলে গিয়েছিল নায়কের জীবন, তা ভাগ করে নেন অভিনেতা।তিনি লিখেছেন,’নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়…’। নবন্যার জন্মদিন উপলক্ষ্যে ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেন জিৎ। সেখানে নবন্যার নানা দুষ্টু -মিষ্টি মুহূর্তের ভিডিয়োর কোলাজ শেয়ার করে নেন অভিনেতা। ভিডিয়োটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন। ‘কোনও না কোনও সময় সকলেই তাঁর বাবা -মায়ের একটা কথা শুনেছেন যে, নিজেরা যখন বাবা -মা হবে তখন বুঝতে পারবে। সঠিক কথাই বলেছেন জিৎ। তিনি তার কন্যা অন্ত প্রাণ।
-১২-১২ (২০১২ সালের ১২ ডিসেম্বর) আমি বুঝতে পেড়েছিলাম যখন আপনি আমাদের জীবনে তুমি এসেছিলে। তখন আমি বুঝতে পেরেছিলাম যে তাঁরা কেন এমন কথা বলতেন। তাঁদের কথার আসল অর্থ তখন বুঝেছিলাম। আর এই বুঝতে থাকা এখনও অব্যাহত রয়েছে। নিঃস্বার্থ সম্পর্ক কোনও ম্যাজিকের থেকে কম নয়। কোনও শব্দ দিয়ে এটা বোঝানো সম্ভব নয়, যতক্ষণ না কেউ এটা অনুভূতি করছেন ততক্ষণ তিনি এটা বুঝতে পারবেন না। আমাদের জীবনে তোমাকে পেয়ে নিজেদের ধন্য মনে হয়! শুভ সোনালি জন্মদিন নবন্যা।’ ভগবানের আশীর্বাদ হিসেবে তাঁদের জীবনে নবন্যা আসার জন্য নায়ক ঈশ্বর ও তাঁর মা -বাবার কে ধন্যবাদ জানান। তাছাড়াও অভিনেতা লেখেন, ‘আমি সত্যিই তোমাদের সঙ্গে থেকে জেন জি ও জেন আলফার সম্পর্কে বিভিন্ন কিছু শিখতে পারছি, এটা আমি উপভোগও করি।’