এমন কথা অবশ্য অনেকেই বলছেন, পশ্চিম মেদিনীপুরে কারখানা তৈরির জন্য সৌরভকে জমি দিয়েছে রাজ্য সরকার। আর তার বিনিময় মূল্য মাত্র ১ টাকা। তাই সৌরভকে নিজের চেতনা বন্ধক রাখতে হয়েছে রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রীর কাছে। ঘটনা হলো, আর জি কর কাণ্ডে জখন সমস্ত বাংলা উত্তাল তখন সৌরভ আশ্চর্য রকম উদাসীন। তার মধ্যে তিনি একটা মন্তব্য করেন – ‘একটি ঘটনা দিয়ে পশ্চিমবঙ্গকে সার্বিকভাবে বিচার করা উচিৎ নয়’। সৌরভের এই মন্তব্য কতটা ঠিক তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে বিনোদন জগতে। অভিনেত্রী শ্রীলেখা মিত্র এই মন্তব্যের বিরুদ্ধে দিয়েছিলেন তীব্র প্রতিক্রিয়া। এবার চুপ রইলেন না স্বস্তিকা মুখোপাধ্যায়ও। গর্জে উঠলেন তিনিও। স্পষ্ট করে তিনি বলে দিলেন, সৌরভ সম্পূর্ণ নীতিহীন, আদর্শহীন কথা বলেছেন।
স্বস্তিকা তার এক্স হ্যান্ডেলে লেখেন, ”আমি কোনওদিন দাদাগিরিতে যাইনি, যাওয়া হয়নি। আর কোনওদিন যাব না। অ্যাক্সিডেন্টলি যাব না, সেটা নয়। নিজের ইচ্ছেতেই যাব না। ধর্ষণ ও খুন কোনও দুর্ঘটনা নয়। আর এটি কোনও বিচ্ছিন্ন ঘটনাও নয়। আমাদের সুন্দর দেশে কোনও বয়সের মেয়েরাই নিরাপদ নয়। কোনও রাজ্যেই নয়। ধর্ষণ ও খুন ইচ্ছাকৃত। যারা করেছে, যারা করে— তারা ইচ্ছে করে করেছে/করে। জেনে বুঝে করেছে/করে। যাদের এখনও ঘুম ভাঙেনি, তাদের আর ভাঙবে না।” তিনি বলেন, আমাদের ভালোবাসার আইকন যখন, এই ঘটনাকে বিচ্ছিন্ন বা সামান্য ঘটনার মতো করে প্রকাশ করতে চান, তখন তার প্রতি আমার কোনো শ্রদ্ধা নেই। আমি তার কথার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।