বুধবার মধ্যরাতে রাতে ঘটে এই অগ্নিকান্ড। অল্প সময়ের মধ্যেই ছড়িয়ে পড়তে থাকে আগুন। ঘটনাটি ঘটেছে কাঁকুড়গাছির লোহাপট্টিতে। জানা গিয়েছে, রাত দেড়টা থেকে দুটোর মধ্যে স্থানীয় বাসিন্দারা লোহাপট্টির একটি প্লাস্টিকের কারখানা থেকে আগুনের শিখা বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কারখানার ভিতরে যে কর্মীরা ছিলেন, তাদেরও উদ্ধার করে আনেন স্থানীয় বাসিন্দারাই। প্রাণ ফিরে পেয়েছে ভেতরে আটকে থাকা মানুষেরা। তাদের চোখে মুখে ছিল প্রবল ভয়ের ছবি।
জানা গিয়েছে, প্রায় মধ্য রাতে, আনুমানিক রাত দেড়টা থেকে দুটোর মধ্যে স্থানীয় মানুষেরা প্রথম আগুন দেখেন। তারা সঙ্গে সঙ্গে দমকলে খবর দেন ও ভিতরে আটকে থাকা মানুষদের উদ্ধার করেন। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে আসে দমকলের পাঁচটি ইঞ্জিন। পরে আরও ৫টি ইঞ্জিন এবং শেষে আরও ১০টি ইঞ্জিন- সব মিলিয়ে মোট ২০টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগুন কিছুটা নিয়ন্ত্রনে আসলেও এখন পর্যন্ত সম্পূর্ণ নিয়ন্ত্রনে আসে নি। স্থানীয় বাসিন্দাদের সূত্রে খবর, প্রথমে একটি প্লাস্টিকের কারখানায় আগুন লাগে। দাহ্য পদার্থ ভরপুর থাকায়, নিমেষে আশেপাশের আরও চারটি কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। ওই প্লাস্টিকের কারখানায় কোনও অগ্নিনির্বাপণ ব্যবস্থাও ছিল না বলেই জানা গিয়েছে।