বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক সাকিব আল হাসানের ক্রিকেট জীবন নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠে গেছে। তিনি তখন হাসিনার দলের একজন সাংসদ। সেই সময় একটা খুনের অভিযোগ আনা হলো তার বিরুদ্ধে। বাংলাদেশ সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে, সাকিবের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এক বস্ত্র ব্যবসায়ী মহম্মদ রুবেলের খুনের অভিযোগ সাকিব আল হাসানের বিরুদ্ধে। অভিযোগ করেছেন রফিকুল ইসলাম। বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে,সাকিবের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। এক বস্ত্র ব্যবসায়ী মহম্মদ রুবেলের খুনের অভিযোগ সাকিব আল হাসানের বিরুদ্ধে। গুলিতে মৃত্যু হয়েছিল মহম্মদ রুবেলের। ঢাকার রিং রোডে একটি মিছিল চলাকালীন গুলি চলে। সে সময়ই গুলিবিদ্ধ হন রুবেল এবং মৃত্যু হয়। তবে এ কথা ঠিক যে ওইদিন সাকিব আদপেও দেশে ছিলেন না। তিনি তখন টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই আমেরিকায় মেজর লিগ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলেছিলেন। এরপর কানাডার ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলেন। সেখান থেকে পাকিস্তানে জাতীয় দলের সঙ্গে যোগ দেন বাংলাদেশের অলরাউন্ডার। কিন্তু অভিযোগটা হয়েছে।
এইমুহূর্তে সাকিব পাকিস্তান সফরে। সেখানে তিনি পাকিস্তানের সঙ্গে টেস্ট সিরিজ খেলছেন। বাংলাদেশ সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, সেই ঘটনায় শতাধিকের নামেই এফআইআর করা হয়। তার মধ্যে রয়েছে দেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানেরও নাম। সাকিবকে খুনি বলে প্রমাণ হয়তো করা যাবে না, কিন্তু তার উপর তৈরী করা হলো প্রবল মানসিক চাপ। তার প্রভাব অবশ্যই গিয়ে পড়বে খেলায়।