ভারত চিরন্তন শান্তির দেশ। ভারত কখনো যুদ্ধ চায় না, ভারতের মূল বার্তা ‘শান্তি’। এমনই মনোভাব নিয়ে ভারতের প্রধানমন্ত্রী পোল্যান্ড সফর শেষ করে শুক্রবার পৌঁছে গেলেন ইউক্রেন। ইউক্রেন স্বাধীন হওয়ার পরে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর ইউক্রেন সফর। শুক্রবারই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির সঙ্গে এক বৈঠক হওয়ার কথা প্রধানমন্ত্রীর। ভারত, ইউক্রেনের তো বটেই, গোটা বিশ্বই এখন তাকিয়ে আছে এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে। অতীতে বারংবার রাশিয়া ও ইউক্রেন, দুই দেশকেই যুদ্ধ থামিয়ে আলোচনার টেবিলে বসার বার্তা দিয়েছিলেন মোদী। তবে, চলতি বছরের শুরুতে রাশিয়া সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানেও তিনি পুতিনকে বলেছিলেন, আলোচনায় বসতে।
এই সফরের মধ্য দিয়ে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে ভারতের নিরপেক্ষ অবস্থান তুলে ধরতে চাইছে নয়া দিল্লি, এমনটাই মনে করা হচ্ছে। কারণ যখন মোদী রাশিয়া সফর করেছিলেন, তখন ইউক্রেন তার সমালোচনা করেছিলেন। এই মুহূর্তে যুদ্ধের কারণে কিয়েভের আকাশ সীমা বন্ধ। সেই কারণেই ১০ ঘন্টা ট্রেন যাত্রা করেই প্রধানমন্ত্রী পৌঁছেছেন কিয়েভে। ভারতীয় পররাষ্ট্র দপ্তর সূত্রে জানা যাচ্ছে, ইউক্রেনে জেলেনস্কির সঙ্গে বৈঠকে চলমান যুদ্ধ ছাড়াও বাণিজ্য, অর্থনীতি, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, জনগণের মধ্যে ভাব বিনিময়, মানবিক সহায়তা ইত্যাদি নিয়েও আলোচনা হবে।