শান্তির বার্তা দিয়ে সদ্য ইউক্রেন থেকে ফিরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার পরে কাল বিলম্বিত না করে রাশিয়া উন্মত্তভাবে ড্রোন হামলা শুরু করেছে ইউক্রেনের উপর।
রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে এবং পুতিনের দেশে হামলা চালাতে আবারও ইউরোপের সাহায্য চাইলেন ইউক্রেনে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি বলেন, রাশিয়ান বাহিনী সোমবার শতাধিক ক্ষেপণাস্ত্র এবং শতাধিক ড্রোন দিয়ে ইউক্রেনে আঘাত হেনেছে। এতে বেশ কয়েকটি পশ্চিমা প্রতিবেশী বা ইউক্রেনের কাছাকাছি অবস্থান করা ইউরোপীয় দেশও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ক্ষুব্ধ হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। কিন্তু রাশিয়ার বিরুদ্ধে সরাসরি যুদ্ধে নামতে তারা রাজি নয়।
ইউক্রেনের বার্তায় গভীরভাবে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্বের বহু দেশ। জেলেনস্কি এদিন সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে বলেছেন, আমাদের ইউরোপীয় প্রতিবেশী দেশগুলোর এফ-১৬ যুদ্ধ বিমান এবং আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো এক সঙ্গে মিলে কাজ করলে ইউক্রেনে আমাদের বিভিন্ন অঞ্চলে যে প্রাণহানি ঘটছে, তা রক্ষার জন্য আরও অনেক কিছু করতে পারতাম। এ সময় তিনি ইরানি ক্ষেপণাস্ত্রগুলো ধংস করতে ইসরাইলকে মার্কিন সহায়তার কথা স্পষ্টভাবে উল্লেখ করেন।জেলেনস্কি বলেন, যদি এ ধরনের ঐক্য মধ্যপ্রাচ্যে এত ভালো কাজ করে থাকে, তাহলে ইউরোপেও একই কাজ করা উচিত। এই মুহূর্তে তেমন ঐক্যর কোনো লক্ষণ হয়তো দেখা যাচ্ছে না, কিন্তু অদূর ভবিষ্যতে সকলকেই যুদ্ধ বিরোধী মানসিকতার প্রকাশ ঘটাতেই হবে।