এই মুহূর্তে বিশ্বের শান্তি স্থাপন একটি অন্যতম কাজ। সারা বিশ্ব জুড়ে চলেছে যুদ্ধের উন্মাদনা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত ছড়িয়ে পড়ছে। ঠিক সেই সময় আসে এই বার্তা। গত ৭ অক্টোবর থেকে ফিলিস্তিনের গাজা যুদ্ধ পেরিয়েছে প্রায় ১০ মাস। অবরুদ্ধ উপত্যকায় একের পর এক বর্বরতা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। যেখানে রেহাই পাচ্ছে না সাংবাদিক, স্বাস্থকর্মী এমনকি জাতিসংঘের ত্রাণকর্মীরাও। ইসরাইলি আগ্রাসনে যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে সাহসী সাংবাদিকতার জন্য ২০২৪ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন চার ফিলিস্তিনি সাংবাদিক। চার সাংবাদিক হলেন আলোকচিত্রী মোতাজ আজাইজা, টিভি সাংবাদিক হিন্দ খৌদারি, সাংবাদিক ও অধিকারকর্মী বিশাস ওউদা এবং বর্ষীয়ান সাংবাদিক ওয়ায়েল আল–দাহদৌহ। এই বার্তায় খুশি আন্তর্জাতিক সাংবাদিক মহল।
সারা বিশ্ব জানে, গাজায় এরই মধ্যে অনেক সাংবাদিককে হত্যা করেছে ইসরাইলি সেনারা। তাদের অভিযোগ, ওই সাংবাদিকেরা হামাস বা ইসলামিক জিহাদের সশস্ত্র শাখার সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৯২ সাল থেকে বিশ্বজুড়ে সাংবাদিক হত্যার তথ্য নথিভুক্ত করে আসছে নিউইয়র্কভিত্তিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট’।সংস্থাটির মতে, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত পৃথিবীতে যত সংঘাত হয়েছে, গাজার যুদ্ধ সাংবাদিকদের জন্য সবচেয়ে রক্তক্ষয়ী। এই পরিস্থিতিতে শান্তিতে নোবেল প্রস্তাব আসায় খুবই খুশি ফিলিস্তানিরা কিন্তু অনেকটাই বেকায়দায় পড়েছে ইসরাইল ও তার গুরু আমেরিকা।