বেশ কয়েক বছর ধরেই আফ্রিকার নাইজেরিয়া জঙ্গি হমলায় বিদ্ধস্ত। কিন্তু এতো ভয়ঙ্কর হামলা আগে ঘটে নি কখনো। ৫ সেপ্টেম্বর নাইজেরিয়ায় মারাত্মক জঙ্গী হানা হল৷ ঘটনায় প্রায় ১৭০ জন গ্রামবাসী নিহত হয়েছেন৷ ঘটনাটি ঘটেছে নাইজেরিয়ার উত্তর-পূর্ব অঞ্চলের মাফা গ্রামে৷ মনে করা হচ্ছে এটাই এখনও পর্যন্ত সাম্প্রতিক কালের নাইজেরিয়ায় সবচেয়ে ভয়াবহ জঙ্গী হানা৷ নাইজেরিয়ার ‘বোকা হারাম’ নামক সন্ত্রাসবাদী সংগঠনটিই এই হামলার মূলে রয়েছে৷ এক দশক ধরে তাঁরা নাইজেরিয়ার আন্তঃসীমান্ত স্ক্রাবল্যান্ডে প্রায় দশ হাজারেরও বেশি মানুষকে হত্যা করেছে৷ এই ঘটনায় স্তম্ভিত হয়েছে বিশ্ব। প্রতিবাদ জানিয়েছে রাষ্ট্রসংঙ্ঘের মানবাধিকার কমিশন।
বেশ কয়েক বছর ধরেই নাইজেরিয়া ওই জঙ্গি গোষ্ঠীর আক্রমনের কেন্দ্রে উঠে এসেছে।
জানা গেছে,’বোকা হারাম’ জঙ্গী গোষ্ঠী কয়েকমাস আগেই হামলার হঁশিয়ারি দিয়েছিল৷ তারপরই বাসিন্দাদের অনেকেই নাইজেরিয়ার ইয়োবে রাজ্যের মাফা গ্রামের বাসিন্দারা পালিয়ে গিয়েছেল৷ কিন্তু প্রশাসনের আশ্বাসের পর তাঁরা আবার ফিরে যায়৷ যদিও মাফা গ্রামের গোষ্ঠী প্রধান মিঃ কানেম্বুর তা বিশ্বাস করেননি৷ তাঁর আশঙ্কাই সত্যি হল৷ জঙ্গীরা গ্রাম বাসিন্দাদের মেরে ফেলল৷ নিহতের মধ্যে বেশিরভাগই পুরুষ৷ মিঃ কানেম্বুরের সঙ্গে ইব্রাহিম হাসানও প্রাথমিকভাবে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে৷ তিনি এখনও পর্যন্ত প্রায় ১৭০ জন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন৷