ব্রিটানের মাটিতে ভারতীয় ও পাকিস্তানের মানুষ একসঙ্গে পালন করলো স্বাধীনতা দিবস। ঘটনাটি ১৫ আগস্ট ঘটলেও ভাইরাল ভিডিও সদ্য সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বিদেশের মাটিতে ভারতের জাতীয় সঙ্গীত শুরু হওয়ার সাথে সাথেই সেখানে উপস্থিত ভারতীয়দের পাশাপাশি পাকিস্তানিরাও সম্মান জানিয়ে উঠে দাঁড়ান। আর এই সমগ্র বিষয়টি ফুটে উঠেছে ভাইরাল ভিডিওটিতে। পাকিস্তানের বিখ্যাত সাংবাদিক সাংবাদিক ফরিদ কুরেশি ঘটনাটির একটি ভিডিও (Viral Video) তৈরি করেছেন এবং এটি তাঁর ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, “ব্রিটেনের জন্য হয়েছিল বিভক্ত, ব্রিটেনেই হল ঐক্যবদ্ধ। পাকিস্তানি ও ভারতীয়রা একসঙ্গে স্বাধীনতা দিবস উদযাপন করছেন। এই ভিডিওতে উপস্থিত সবাই ভারতের জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করছেন। আগের ভিডিওটি পাকিস্তানের জাতীয় সঙ্গীতের। যেটি পিকাডিলি সার্কাসে পাকিস্তানি এবং ভারতীয় উভয়ই গেয়েছিলেন।”এভাবেই মিলনে বার্তা দিলো প্রবাসী দুই দেশের নাগরিক।
এই সুন্দর ভিডিও দেখে উদ্বেলিত দুই দেশের নাগরিক। কুরেশির শেয়ার করা ভিডিওতে, ভারতীয় ও পাকিস্তানি উভয়কেই ভারতের জাতীয় সঙ্গীত গাইতে দেখা গিয়েছে। অনেকেই এই দৃশ্যটিকে ক্যামেরাবন্দি করেন। আর তারপর এই ভিডিওটি শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হয়ে গিয়েছে। পাশাপাশি, ৪২ লক্ষেরও বেশি বার এই ভিডিওটি দেখা হয়েছে। সকলেই এই দৃশ্য দেখে ধন্য ধন্য করেছেন।