ভারতের সঙ্গে চিনের সম্পর্কের কথা সারা বিশ্ব জানে। কিন্তু রাশিয়া এই দুই দেশেরই বন্ধু দেশ। তাই রাশিয়ার উদ্যোগে নেওয়া হচ্ছে এমনি এক নতুন পরিকল্পনা। সূত্রের খবর, পৃথিবীর বুকে যুযুধান ভারত-চিন একজোট হয়ে চাঁদের মাটিতে পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্র স্থাপন করতে চলেছে। এই অভিযানে ভারত-চিনের সঙ্গে থাকবে দুই দেশের বন্ধু রাশিয়াও। গোটা অভিযানের বিষয়টি জানানো হয়েছে রাশিয়ার সংবাদসংস্থা টাসের তরফে। তবে বিষয়টা এখনো আলোচনার পর্বে আছে।
আন্তর্জাতিক মহল মনে করে,রাশিয়া চাইছে ভারত ও চিনকে নিয়ে একটি মিত্রশক্তি গড়ে তুলতে। জানা গিয়েছে, রাশিয়ার পারমাণবিক শক্তি উৎপাদন সংস্থার প্রধান অ্যালেক্সেই লিখাচেভ এই যৌথ প্রকল্পের কথা ঘোষণা করেছেন। একটি অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, চাঁদের মাটিতে ছোট ছোট করে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র তৈরি করতে চায় রাশিয়া। সেখান থেকে অন্তত হাফ মেগাওয়াট বিদ্যুৎ তৈরি হতে পারে। সেই বিদ্যুৎ ব্যবহার করা যেতে পারে একাধিক ক্ষেত্রে। চাঁদের মাটিতে রাশিয়ার এই অভিযান নিয়ে আন্তর্জাতিক মহলে যথেষ্ট আগ্রহ রয়েছে বলেই জানান লিখাচেভ। তবে বিশেষ করে দুই ‘বন্ধু’ ভারত এবং চিনের নাম উল্লেখ করেন তিনি। রাশিয়ার এই প্রকল্পে দুই দেশ অংশ নিতে খুবই উৎসাহী বলে দাবি লিখাচেভের।