Tuesday, January 21, 2025
Homeখবরঅন্তর্জাতিক- টাইফুনের আঘাতে ভিয়েতনামে ভেঙে পড়লো সম্পূর্ণ ব্রিজ

- Advertisment -

অন্তর্জাতিক- টাইফুনের আঘাতে ভিয়েতনামে ভেঙে পড়লো সম্পূর্ণ ব্রিজ

 

এমন প্রবল টাইফুন খুব বেশি দেখা যায় না। কিছু বুঝে ওঠার আগেই সেতু থেকে নদীতে গিয়ে পড়ল চলন্ত যানবাহন৷ সোমবার সকালে এই ভয়াবহ বিপর্যয় ঘটেছে ভিয়েতনামের উত্তর প্রান্তের ফু প্রদেশে৷ সোমবার সকালে ওই অঞ্চলে আছড়ে পড়ে ঘূর্নিঝড় ইয়াগি৷ যার জেরে স্থানীয় রেড নদীতে ভেঙে পড়ে ৩৭৫ মিটার দীর্ঘ ফোং চাউ সেতু৷ যার ফলে সেই সময় সেতুর উপরে থাকা গাড়ি, মোটরসাইকেল সহ অন্তত দশটি যানবাহন সোজা নদীতে গিয়ে পড়ে৷ সেতুর ভেঙে পড়ার মুহূর্তের একটি ছবি একটি গাড়িতে থাকা ক্যামেরায় ধরা পড়ে৷ এমন প্রাকৃতিক বিপর্যয় কিন্তু খুব সাধারণ নয়। চিন্তিত পরিবেশ বিদেরা।

হঠাৎ প্রায় বিনা নোটিশে এমন টাইফুন কেউ কল্পনা করতে পারে নি। এই ঘটনায় অন্তত ১৩ জন নিখোঁজ বলে জানা গিয়েছে৷ শুরু হয়েছে উদ্ধারকাজ৷ পাশাপাশি, ওই এলাকায় ফের যোগাযোগ ব্যবস্থা শুরু করতে নতুন একটি বিকল্প অস্থায়ী সেতুর নির্মাণকাজও শুরু হয়েছে৷ গত কয়েক দশকে এটিই ভিয়েতনামের উপরে আছড়ে পড়া সবথেকে শক্তিশালী টাইফুন৷ ইতিমধ্যেই এই ভয়াল ঝড়ের দাপটে ভিয়েতনামে ৬৪ জনের মৃত্যু হয়েছে৷ ২০ জন যাত্রীকে নিয়ে ধসের কবলে পড়ে কাদা জলের স্রোতে ভেসে গিয়েছে একটি বাস৷

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments