২০১৯,’২০,’২১ সালের কথা আমাদের এখনো মনে আছে। বিশ্বের ত্রাস হয়ে উঠেছিল কোবিদ-19. সেই করোনা ভাইরাসের উৎস নিয়ে বিতর্ক থাকলেও অনেকে এখনো মনে করেন ওই ভাইরাস ছরিয়ে পড়েছিল চিনের সেই উহান ল্যাব থেকে। যদিও তা কখনোই স্বীকার করেনি চিন। এবার আবার্বশেই উহান ল্যাব শিরোনামে চলে আসলো। জানা গিয়েছে, চিনের উহান ইন্সটিটিউট অব ভাইরোলজির গবেষকরা এক নতুন ভ্যাকসিন তৈরি করেছেন। এই ভ্যাকসিন করোনা ভাইরাস থেকেই সুরক্ষা দেবে। গবেষকদের দাবি, এই নয়া ভ্যাকসিন সবধরনের করোনা ভ্যারিয়েন্ট থেকেই সুরক্ষা দেবে। ভবিষ্যতে করোনা ভাইরাসের মিউটেশন হয়ে যে ভ্যারিয়েন্ট তৈরি হবে, তা থেকেও সুরক্ষা দেবে। তার ফলে বিশ্ব থেকে চিরতে দূর হতে পারে করোনা।
ওই ল্যাবের গবেষকেরা জানিয়েছেন, বর্তমানে যে ভ্যাকসিনগুলি রয়েছে, তা সার্স-কোভ-২ সংক্রমণ থেকে সুরক্ষা দিতে এবং মৃত্যুহার কমালেও, তা ভাইরাসের সমস্ত ভ্যারিয়েন্ট থেকে সুরক্ষা দিতে পারে না। ন্যানোভ্যাকসিন সবরকমের ভ্যারিয়েন্ট থেকেই সুরক্ষা দেবে। ডেল্টা, ওমিক্রন সহ যত ভ্যারিয়েন্ট রয়েছে, তা থেকে সুরক্ষা দেবে এই ভ্যাকসিন। নাক দিয়ে ভ্যাকসিন দিতে হবে বলেই উল্লেখ করা হয়েছে সাউথ চিনা মর্নিং পোস্টে। যদি সত্যিই তা হয়, তাহলে ধরে নিতেই হবে যে এটা হতে চলেছে চিনের পাপের সংশোধন।