Saturday, January 18, 2025
Homeখবরআসন্ন দুর্গা পুজো নিয়ে কিছু বিধি নিষেধ আরোপ করলো বাংলাদেশ

- Advertisment -

আসন্ন দুর্গা পুজো নিয়ে কিছু বিধি নিষেধ আরোপ করলো বাংলাদেশ

 

বাংলাদেশে এখন নতুন সরকার, নতুন অধ্যায়। সম্প্রতি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে দুর্গা পুজো আগের মতোই হবে। কিন্তু বলা হয়েছে, কিছু বিধি মেনে চলতে হবে। দেশের হিন্দু ধর্মাবলম্বী নাগরিকদের উদ্দেশে ওই নির্দেশিকা জারি করেছে নোবেলজয়ী মুহম্মদ ইউনূসের সরকার, যাতে বলা হয়েছে, দুর্গাপুজো চলাকালীন মসজিদে যখন আজান চলবে এবং নমাজপাঠ হবে, সেই সময় যেন ঢাক-কাঁসর, গান-বাজনা বন্ধ থাকে। পুজো কমিটিগুলি এই নির্দেশ মানতে রাজি হয়েছে বলেও জানা গিয়েছে। স্পষ্ট করেই বলা হয়েছে, এই নিষেধ না মানলে সরকার কঠোর হবে।

বাংলাদেশের পক্ষ থেকে জাহাঙ্গির আলম চৌধুরী এই ঘোষণা করেন মঙ্গলবার। তিনি জানান, আজান এবং নমাজের সময় পুজো কমিটিগুলিকে সাউন্ড সিস্টেম, বাজনা বন্ধ রাখতে বলা হয়েছে। দুর্গাপুজোর আগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিষয়গুলি তদারকি করতে ঢাকা সেক্রেট্যারিয়টে পৌঁছন জাহাঙ্গির। সেখানেই এই ঘোষণা করেন তিনি। তিনি জানান, এবছর বাংলাদেশ জুড়ে মোট ৩২ হাজার ৬৬৬ পুজো প্যান্ডেল তৈরি হচ্ছে। গত বছর যদিও সংখ্যা বেশি ছিল, ৩৩ হাজার ৪৩১। কোনও রকম উৎপাত যাতে না হয়, তাতেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন জাহাঙ্গির। তিনি আরও বলেন, “পুজো চলাকালীন, মানুষ সীমান্ত পেরিয়ে আসা-যাওয়া করেন।  এপার থেকে ওপারে যান, আবার ওপার থেকে এপারেও আসেন মানুষজন।  সীমান্ত এলাকাতেও পুজোর ভাল বন্দোবস্ত করতে বলেছি, যাতে আমাদের মানুষদের ওপারে যাওয়ার প্রয়োজন না পড়ে কারও। ওপার থেকেও আসতে হবে না কাউকে।” তিনি সকলের কাছে অনুরোধ করেন, নির্বিঘ্নে দুর্গাপুজো সম্পন্ন করার জন্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments