বিশ্বে যুদ্ধের পরিস্থিতি আরো ঘোরালো হয়ে আসছে। পৃথিবীর পরমাণু অস্ত্রধর দেশের সংখ্যা নিতান্ত কম নয়। এবার অনেকটা প্রকাশ্যে এসেছে উত্তর কোরিয়ার অস্ত্র ভান্ডারের একটা ছবি। দক্ষিণ কোরিয়া, আমেরিকা আর জাপানের জোট মাথা ব্যথার অন্যতম কারণ কিমের। রাশিয়ার সঙ্গে গভীর বন্ধুত্ব নিয়েও ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। ‘শত্রু’দের নজরে রেখে মাঝেমধ্যেই তিনি সাগরে পরীক্ষার নামে ক্ষেপণাস্ত্র ছোড়েন। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম কেসিএনএ-র এক রিপোর্টে কিম রাজার অস্ত্রভাণ্ডারের ছবি প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে শুক্রবার সমরাস্ত্র তৈরির কারখানা পরিদর্শনে যান কিম। ছবিতে দেখা গিয়েছে সেখানে সাজানো রয়েছে নানা অস্ত্রশস্ত্র। সূত্রের খবর কিমের হাতে অন্তত ৫০টি পরমাণু অস্ত্র আছে। আরো শতাধিক বানানোর প্রস্তুতি চলেছে।
উত্তর কোরিয়ার হাতে কোন কোন ‘ব্রহ্মাস্ত্র’রয়েছে তা নিয়ে কৌতূহলের অন্ত নেই বিভিন্ন দেশের। কিম সব সময়ই তাঁর হাতিয়ারের বাঙ্কার নিয়ে চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখতেন। তাঁর এই কঠোর নিয়মের বেড়াজাল ভাঙার চেষ্টা করলে নেমে আসত মৃত্যুর খাঁড়া। কিন্তু এবার প্রকাশ্যে কিমের সেই পরমাণু অস্ত্রভাণ্ডার! দক্ষিণ কোরিয়া, আমেরিকা আর জাপানের জোট মাথাব্যথার অন্যতম কারণ কিমের। রাশিয়ার সঙ্গে গভীর বন্ধুত্ব নিয়েও ওয়াশিংটনের সঙ্গে সংঘাতে জড়িয়েছেন তিনি। ‘শত্রু’দের নজরে রেখে মাঝেমধ্যেই তিনি সাগরে পরীক্ষার নামে ক্ষেপণাস্ত্র ছোড়ে। পরমাণু হাতিয়ারের পাশাপাশি ডুবোজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র নিয়েও কাজ করছে কিমের দেশ। এই অবস্থায় বিশ্ব কিন্তু আবার একটা বড়ো যুদ্ধের মুখোমুখি হতে চলেছে বলেই মনে করছে বিশ্বের কূটনৈতিক মহল।