এই মুহূর্তে ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক এক নতুন জায়গায় উপস্থিত হয়েছে। সেই রকম পরিস্থিতিতে ভারতীয় মৎস্যজীবীদের এই কাজকে স্বাগত জানিয়েছেন দুই দেশের মানুষ।
গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে ডুবে যায় বাংলাদেশের একটা ট্রলার। তাতে মোট ১৩ জন মৎস্যজীবী ছিলেন। এদিকে প্রতিকূল আবহাওয়ার খবর পেয়ে বৃহস্পতিবার রাতে এফবি পারমিতা ফাইভ নামের একটি ভারতীয় ট্রলার সুমদ্র থেকে উপকূলের দিকে ফিরছিল। তখনই কেঁদুয়া দ্বীপের কাছে সাগরে ভাসতে দেখেন ২ জনকে। দ্রুত এগিয়ে যায় ভারতীয় ট্রলার। উদ্ধার করে ওই দু’জনকে। পরে দেখতে পায় আরো অনেকেই ভাসছেন। দ্রুত তাদের সহ মোট ১২ জনকে উদ্ধার করে তারা নিয়ে এসে পাথরপ্রতিমা থানার পুলিশের হাতে তুলে দেন। কিন্তু একজন এখনও নিখোঁজ। সাগর থেকে মৎস্যজীবীদের উদ্ধারের পর বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনও উত্তর পাননি বলে জানান ভারতীয় মৎস্যজীবীরা।
এই পরিস্থিতি বর্ণনা করে ভারতীয় মৎস্যজীবী সুবল দাস বলেন,”আমরা ১১ তারিখ নামখানা থেকে বেরোই। ১২ তারিখ আকাশের অবস্থা খারাপ দেখে চলে আসছি। হঠাৎ দেখি ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দু’জন ভাসছেন। কেঁদুয়া দ্বীপের কাছাকাছি। সন্ধ্যা তখন সাড়ে ৫টা ৬টা বাজে। আমরা চিৎকার করি। এরপর এগিয়ে গিয়ে তাঁদের উদ্ধার করি। তারপরও দেখি আরও কয়েকজন বাঁশ, ফুটবল নিয়ে ভাসছেন। তাঁদেরও উদ্ধার করা হয়।” এই ঘটনায় প্রাণ ফিরে পেয়ে বাংলাদেশের মৎস্যজীবীরা ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় মৎস্যজীবীদের।