এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প বিশ্বের অন্যতম VVIP দের মধ্যে একজন। কারণ তিনি আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে আমেরিকার প্রার্থী। জুলাইয়ের পরে সেপ্টেম্বর- নয় সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হল। রবিবার দুপুরে (স্থানীয় সময় অনুযায়ী) ট্রাম্প যখন গলফ খেলছিলেন, তখন সেই ঘটনা ঘটেছে। যে ঘটনাকে প্রাথমিকভাবে ‘হত্যাকাণ্ডের চেষ্টা’ হিসেবে বিবেচনা করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে ট্রাম্প যখন গলফ খেলছিলেন, তখন ‘একে’ ধাঁচের রাইফেল তাক করেছিলেন এক ব্যক্তি। তাঁকে লক্ষ্য করে গুলি চালান ট্রাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা মার্কিন সিক্রেট সার্ভিস এজেন্ট। তারপর অস্ত্র রেখে গাড়িতে চেপে পালিয়ে যান ওই ব্যক্তি। পরবর্তীতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় নাড়া পরে গেছে আসমেরিকার নাগরিক মহলে।
জানা যাচ্ছে, ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে নিজের ক্লাবে ট্রাম্প যখন গলফ খেলছিলেন, তখন তাঁর ৪০০ গজ দূরে ঝোপঝাড়ের মধ্যে একটি রাইফেল বেরিয়ে থাকতে দেখা যায়। পাম বিচ কাউন্টির শেরফি রিক ব্র্যাডশ জানিয়েছেন, ঘটনাস্থলেই ওই ব্যক্তি নিজের আগ্নেয়াস্ত্র, মাইক্রোস্কোপ এবং গো প্রো ক্যামেরা রেখে পালিয়ে যান। সেই ঘটনার তীব্র নিন্দা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন যে আমেরিকায় রাজনৈতিক হিংসার কোনও জায়গা নেই। সেইসঙ্গে নিজেরে সর্বস্ব উজাড় করে দিয়ে যাতে ট্রাম্পকে রক্ষা করা হয়, সেজন্য মার্কিন সিক্রেট সার্ভিসকে নির্দেশ দিয়েছেন বাইডেন। অন্যদিকে, ভাইস-প্রেসিডেন্ট তথা প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাটিক প্রার্থী কমলা হ্যারিস বলেন, ‘আমি স্বস্তি পেয়েছি যে ট্রাম্প সুরক্ষিত আছে। আমেরিকায় হিংসার কোনও জায়গা নেই।’ কিন্তু ঘটনা নিয়ে রহস্য ক্রমাগত ঘনীভূত হচ্ছে।