Tuesday, January 21, 2025
Homeখবরআন্তর্জাতিক- বাংলাদেশকে প্রচুর অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা

- Advertisment -

আন্তর্জাতিক- বাংলাদেশকে প্রচুর অর্থ সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমেরিকা

 

বাস্তবিক পক্ষে শেখ হাসিনা ছিলেন আমেরিকার ‘চক্ষু শুল’। হাসিনা সরকারের পতনের পরেই বাংলাদেশের নতুন সরকার আবার আমেরিকার সঙ্গে নতুন কূটনৈতিক সম্পর্ক স্থাপন করতে চলেছে। শেখ হাসিনার পতনের পর, বাংলাদেশ সফরে এসেছিল মার্কিন ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থবিষয়ক সহকারি সচিব, ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বাধীন এক মার্কিন প্রতিনিধি দল। এই দলে ছিলেন মার্কিন বিদেশ দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারি সেক্রেটারি ডোনাল্ড লু-ও। তাঁদের সামনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজনীয়তাগুলি তুলে ধরেন প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। স্বাভাবিক কারণেই অর্থাভাবের প্রসঙ্গ তিনি তুলে ধরেছেন।

বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী আলোচনা হয় তাঁর। ছাত্র-জনতার বিক্ষোভের মুখে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগ সরকারের পতনের পর বাংলাদেশে বর্তমান পরিস্থিতি কী, সেই সম্পর্কে সফররত মার্কিন প্রতিনিধিদলকে জানান ইউনুস। তিনি জানান, বিচার বিভাগ, পুলিশ, নির্বাচন কমিশন এবং সংবিধান সংস্কারের জন্য একটি দুর্নীতিবিরোধী দল গঠনের পাশাপাশি ছয়টি কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। ইউনুস বলেন, “দেশের পুনর্গঠন, গুরুত্বপূর্ণ সংস্কার এবং চুরি হওয়া সম্পদ ফিরিয়ে আনতে মার্কিন সমর্থন চাই।” প্রথমিকভাবে আমেরিকান প্রতিনিধি তাতে রাজি হয়ে বাংলাদেশকে তারা ২০ কোটি ২২ লক্ষ মার্কিন ডলার সহায়তা করবে বলে জানিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments