আবার কানাডা-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক খারাপ হতে চলেছে। প্রথম থেকেই কানাডায় বসবাসকারী খালিস্তানপন্থীরা ভারত বিরোধী কাজ করে চলেছে। এই নিয়ে আগেও ভারত তীব্র প্রতিবাদ জানিয়েছিল। এবারের ঘটনা আরও ভয়ঙ্কর। প্রথম থেকেই তাদের পরিকল্পনা ছিল ‘খলিস্তানি শিখ’ বনাম ‘কানাডার হিন্দু’ লড়াই বাঁধিয়ে দেওয়া হবে অনুষ্ঠান চলাকালীন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শোভাযাত্রার সময়ে হলুদ পতাকা হাতে লাগাতার স্লোগান দিচ্ছেন খলিস্তানিরা। প্রবাসী ভারতীয়দের দেশে ফিরে যেতে হুমকি দেন। ছুরি দিয়ে ভারতের জাতীয় পতাকা চিরে দিতে দেখা যায় এক ব্যক্তিকে। পরে মাটিতে তেরঙ্গা বিছিয়ে তার উপরে উঠে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় খলিস্তানিদের। ১৫ আগস্টের পরে প্রথম রবিবার কানাডায় পালিত হয় ইন্ডিয়া ডে প্যারেড। প্রত্যেক বছরেই বিশেষ শোভাযাত্রা-অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসী ভারতীয়রা। যেহেতু গত এক বছরে কানাডায় খলিস্তানিদের ভারতবিদ্বেষী আচরণের মাত্রা অনেকখানি বেড়ে গিয়েছে, সেই কথা মাথায় রেখে এবছরের ইন্ডিয়া ডে প্যারেডে বিরাট নিরাপত্তার ব্যবস্থা রাখা হয়েছিল। তার মধ্যেও আয়োজকরা সিদ্ধান্ত নিয়েছিলেন, ভারতের বাইরে সবচেয়ে বড় তেরঙ্গা ওড়ানো হবে এবছর। কিন্তু শোভাযাত্রার মধ্যেই ছুটে আসে খালিইস্তানিরা।
কানাডার নানা প্রান্ত থেকে টরন্টোর সিটি হলে জমায়েত হন ভারতীয়রা। কড়া নিরাপত্তার মধ্যেও ছুটে আসে তারা। পুলিশ এক রকম নীরব দর্শক। প্রথম থেকেই তাদের পরিকল্পনা ছিল ‘খলিস্তানি শিখ’ বনাম ‘কানাডার হিন্দু’ লড়াই বাঁধিয়ে দেওয়া হবে অনুষ্ঠান চলাকালীন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, শোভাযাত্রার সময়ে হলুদ পতাকা হাতে লাগাতার স্লোগান দিচ্ছেন খলিস্তানিরা। প্রবাসী ভারতীয়দের দেশে ফিরে যেতে হুমকি দেন। ছুরি দিয়ে ভারতের জাতীয় পতাকা চিরে দিতে দেখা যায় এক ব্যক্তিকে। পরে মাটিতে তেরঙ্গা বিছিয়ে তার উপরে উঠে দাঁড়িয়ে থাকতেও দেখা যায় খলিস্তানিদের। ভারত সরকার এর তীব্র প্রতিবাদ জানিয়েছে বলে জানা যাচ্ছে।