Tuesday, January 21, 2025
Homeখবরআন্তর্জাতিক- 'শত্রু সম্পত্তি আইন' কাজে লাগিয়ে ভারত সরকার বিক্রি করলো পারভেজ...

- Advertisment -

আন্তর্জাতিক- ‘শত্রু সম্পত্তি আইন’ কাজে লাগিয়ে ভারত সরকার বিক্রি করলো পারভেজ মুশারফের পরিবারের সম্পত্তি

 

১৯৪৭ সালে ভারত স্বাধীন হওয়ার পরে অনেক সমস্যার মধ্যে একটি সমস্যা ছিল সম্পত্তি সংক্রান্ত। ১৯৬৮ সালে ভারতে পাশ হয় ‘শক্র সম্পত্তি’ আইন। কি সেই আইন? ১৯৬২, ১৯৬৫ ও ১৯৭১, সোজা কথায় ৯ বছরে তিন-তিনবার যুদ্ধ। তিনবারই যুদ্ধের পর ভারত ছেড়ে চিন ও পাকিস্তানে চলে গিয়েছিলেন বেশকিছু মানুষ। তাঁদের ফেলে যাওয়া সম্পত্তির দখল নিতে ১৯৬৮ সালে ‘শক্র সম্পত্তি’ আইন পাশ হয়। ৪৯ বছর পর ২০১৭-এর মার্চে এই আইন সংশোধন করে কেন্দ্র। প্রথম আইনে বলা হয় দেশ ছেড়ে যেসব ভারতীয় পাকিস্তান ও চিনে আশ্রয় নিয়েছেন, ভারতে তাঁদের সম্পত্তির মালিকানা তাঁদের উত্তরাধিকারীরা দাবি করতে পারবেন না। ওই সম্পত্তির দখল নেবে কেন্দ্র। যদিও এই আইনকে চ্যালেঞ্জ করে আদালতে যায় মুসারফের কিছু আত্মীয়। কিন্তু ২০১৭ সালে সেই আইন নতুন করে সংশোধন করা হয়। ফলে এখন পাকিস্তান ও চিনের অনেক পরিবারের সম্পত্তি ভারতে রয়ে গেছে।

নতুন আইনের সাহায্যে সেই সম্পত্তির মালিক এখন ভারত সরকার। তার ভিত্তিতেই শুরু হয়েছে ভারত ছেড়ে চিন বা পাকিস্তানে চলে যাওয়া মানুষেদের সম্পত্তির নিলাম। ২০১৭ সালের সংশোধিত আইনে বলা হয় যে কেন্দ্রীয় সরকার শুধু শত্রু সম্পত্তির কাস্টোডিয়ানই নয়, ওই সম্পত্তি কেন্দ্র বিক্রিবাটাও করতে পারবে। সেই সময় সরকার সংসদে জানিয়েছিল, দেশজুড়ে ১৬ হাজার ৪৫৬টি সম্পত্তি শত্রু সম্পত্তি হিসাবে চিহ্নিত। এর আনুমানিক মূল্য ‍১ লক্ষ কোটি টাকারও বেশি। ২০১৮ থেকে ধাপে ধাপে শক্র সম্পত্তি আইনে বিভিন্ন সম্পত্তির নিলাম শুরু হয়। এবার নিলামে উঠল পারভেজ মুশারফের সম্পত্তি। আর যেটা বলার, কলকাতা-সহ আমাদের রাজ্যের কিন্তু এরকম সম্পত্তির সংখ্যা নেহাত কম নয়। এই বিপুল সম্পত্তি এবার বিক্রি করার প্রস্তুতি নিয়েছে ভারত সরকার। একে একে নিলমে উঠনে সেই সমস্ত সম্পত্তি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments