ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপ সত্ত্বেও যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইসরাইল লেবাননে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করেছে। ১৯৭৫ থেকে ১৯৯০ পর্যন্ত লেবাননের গৃহযুদ্ধের পর এই সংঘাত তীব্র আকার ধারণ করেছে। একই সাথে বাড়িয়ে তুলেছে বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা।
বেইরুটের দক্ষিণাঞ্চলীয় শহরতলি সহ লেবানন জুড়ে ব্যাপক বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি যুদ্ধবিমান। ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননে হিজবুল্লাহর ৭৫টি ঘাঁটিতে আঘাত হেনেছে বলে দাবি করেছে। এসব হামলায় এপর্যন্ত ৬০০ জনেরও বেশি লোক হতাহত হয়েছে এবং প্রায় ৯০ হাজার অসামরিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।