বাংলাদেশে হাসিনা পর্ব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওই দেশ থেকে অনেকেই ভারতে প্রবেশ করার চেষ্টা করছে। এই বিষয়ে খুবই সচেতন BSF. সেই পরিস্থিতিতেই একজন বাংলাদেশের নাগরিকের কাছ থেকে উদ্ধার হলো ভারতীয় আধার কার্ড। বিএসএফের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, চলতি বছরের মে মাসে এক বাংলাদেশী নাগরিককে গ্রেফতার করেছিলেন তাঁরা। ওই ব্যক্তি নয় বছর ধরে তামিলনাড়ুর রাজধানী চেন্নাইয়ে বসবাস করছিল। ভারত থেকে বাংলাদেশে যাওয়ার পথে বিএসএফ-এর হাতে ধরা পড়েন তিনি। এক বিএসএফ কর্তা বলেছেন, “আমরা তার কাছে একটি আধার কার্ড পেয়েছি। পুলিশকে জানানোর পর, আমরা কার্ডটি নিষ্ক্রিয় করতে ইউআইডিএাই-কে চিঠি দিয়েছিলাম। মানব পাচারকারী এবং দালালদের সম্পর্ক ভাঙতে এই পদক্ষেপ করা হয়েছে।” স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে, এমন আরও কত কার্ড আছে?
BSF এর আধিকারিক জানান, তাদের কাছে এমন খবরও আছে যে কিছু চক্র অবৈধ আধার কার্ড তৈরী করে দিচ্ছে। বিএসএফ আরও জানিয়েছে, তাদের হাতে এমনও উদাহরণ রয়েছে, যেখানে সন্দেহভাজন অনথিভুক্ত বাংলাদেশি উদ্বাস্তুরা ভারতে প্রবেশের সময় সীমান্ত এলাকায় ধরা পড়েছে। দেখা গিয়েছে, তাদের কাছে ভারতে আসার আগেই আধার কার্ড এবং অন্যান্য পরিচয়পত্র রয়েছে। বিএসএফ কর্তারা আরও জানিয়েছেন, আইনি মামলার প্রক্রিয়া দীর্ঘ। তাই অনেক ক্ষেত্রেই সেই প্রক্রিয়া এড়াতে, বর্ডার গার্ডস বাংলাদেশের সঙ্গে আলোচনর মাধ্যমে অনথিভুক্ত বাংলাদেশি উদ্বাস্তুদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। এক কর্তা বলেছেন, “পুলিশি মামলার সঙ্গে একটা দীর্ঘ প্রক্রিয়া জড়িত। দোষী সাব্যস্ত হয়ে জেল খাটলেও তো আমাদের দেশে অবৈধ উদ্বাস্তুদের জায়গা দেওয়া যায় না।” এই সমস্যার দ্রুত সমাধানের জন্য আরও কঠোর আইন প্রণয়নের কথা তারা জানাচ্ছেন।