দীর্ঘদিন ধরেই আটকা পরে আছে মহাকাশে। এবার পৃথিবীর মাটিতে ফিরে আসার সম্ভাবনা সুনিতাদের। ফিরে আসার কথা ছিল ৮ দিন পর। কিন্তু, ফিরে আসা হয়নি। তারপর কেটে গিয়েছে কয়েকমাস। এখনও আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই রয়েছেন দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি ই উইলমোর। এবার তাঁদের ফিরিয়ে আনতে মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিল স্পেস এক্সের মহাকাশযান। শনিবার ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল থেকে মহাকাশযানটি পাড়ি দেয়। নাসা জানিয়েছে, এলন মাস্কের স্পেস এক্সের ফ্যালকন ৯ রকেট এদিন দুই মহাকাশচারীকে নিয়ে রওনা দিয়েছে। তবে মহাকাশযানটি চার জন মহাকাশচারীকে বহন করতে পারে। সুনীতা ও উইলমোরকে ফিরিয়ে আনার জন্য দুটি আসন ফাঁকা রেখেই মহাকাশ স্টেশনের উদ্দেশে রওনা দিয়েছে মহাকাশযানটি। স্পেস এক্সের মহাকাশযানে চড়ে মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছেন নাসার মহাকাশচারী নিক হক ও রাশিয়ার মহাকাশচারী অ্যালেক্সজান্ডার গুর্বুনভ। যদি এই অভিযানে সাফল্য আসে তাহলে তা হবে বিজ্ঞানের অভূতপূর্ব সাফল্য।
সমস্ত বিশ্ব তাকিয়ে আছে ওই দু’জনের দিকে। গত ৫ জুন মহাকাশযান স্টারলাইনারে চড়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছিলেন দুই মহাকাশচারী সুনীতা উইলিয়ামস ও ব্যারি ই উইলমোর। ৮ দিনের মিশন ছিল। তারপর তাঁদের ফিরে আসার কথা। কিন্তু, স্টারলাইনার মহাকাশযানে নানা ত্রুটির জন্য ঝুঁকি নেয়নি নাসা। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনেই থাকতে বলা হয় দুই মহাকাশচারীকে। সেই থেকে সেখানে নানা পরীক্ষা নিরীক্ষায় ব্যস্ত সুনীতারা। নাসা জানিয়েছে, মহাকাশ স্টেশনে সুনীতাদের অতিরিক্ত দিন থাকতে কোনও সমস্যা নেই। সুনীতারাও জানিয়েছেন, তাঁদের কোনও সমস্যা হচ্ছে না। কিন্তু প্রশ্ন উঠেছে, এমন জীবনের ঝুঁকি নিয়ে কেন এই অভিযান অনুমোদন করলো নাসা।