Saturday, January 18, 2025
Homeখবরআন্তর্জাতিক- বিদায় লগ্নে চোখের জলে ভাসলেন জো বাইডেন

- Advertisment -

আন্তর্জাতিক- বিদায় লগ্নে চোখের জলে ভাসলেন জো বাইডেন

 

এই মুহূর্তে বিশ্বের সকলের লক্ষ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিকে। এবার জো বাইদের আর লড়াইয়ের আসরে নেই। শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারেনায় সোমবার রাত থেকে শুরু হয়েছে ডেমোক্রেটিক পার্টির ৪ দিনের জাতীয় সম্মেলন। সেখানেই সপরিবারে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়াটা আমার কাছে সম্মানের। দেশকে ভালোবেসে এতদিন এই দায়িত্ব আমি পালন করেছি। এবং জীবনের সেরাটা দিয়েছি আমেরিকাকে।’ প্রথমে বাইডেন বলেছিলেন যে তিনি এবারও প্রেসিডেন্ট নির্বাচনে লরবেন। কিন্তু নিজের পরিবারের অনুরোধে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ান।

প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী কমলা হ্যারিসকে জয়ী করতে মার্কিন ভোটারদের প্রতি আহ্বান জানান বাইডেন। বাইডেন মঞ্চে ওঠার সময় দর্শক আসনে উপস্থিত সকলে একসঙ্গে উঠে দাঁড়িয়ে তাঁকে সম্মান জানান। এবং সমস্বরে বলতে থাকেন ‘ধন্যবাদ জো’। এই পরিস্থিতিতে এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রেসিডেন্ট। কেঁদে ফেলতে দেখা যায় তাঁকে। এর পর নিজেকে সামলে নিয়ে তিনি বলেন, ”কঠিন সময় শেষ হয়েছে, এখন ভালো সময়। গণতন্ত্রকে অবশ্যই রক্ষা করতে হবে। আমরা আমেরিকার আত্মাকে রক্ষা করার জন্য লড়ছি।” বিপুল করতালি দিয়ে তাঁকে অভিবাদন জানানো হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments