কিছুদিনের আগে বিশ্ব কাটিয়ে উঠেছে করোনা আতঙ্ক। বহু মানুষের প্রাণ নিয়েছে ওই করোনা। এবার বিশ্বের সামনে নতুন চ্যালেঞ্জ ‘মাংকি পক্স’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, মাঙ্কি পক্স-এর ভাইরাস মূলত দুই প্রকার। ভাইরাস ১ এবং ভাইরাস ২। কিন্তু এই বারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কপালে চিন্তার ভাঁজ এই রোগের ভাইরাসের নতুন বৈচিত্র নিয়ে। যার নাম দেওয়া হয়েছে মাঙ্কি পক্স ভাইরাস ‘আইবি’। বিশেষজ্ঞদের মতে গত বছরের তুলনায় এই বছরে এই ভাইরাসের সংক্রমণের হার ১৬০ শতাংশ বেশি। স্বাভাবিক কারণেই আতঙ্ক ছাড়াচ্ছে সারা পৃথিবী জুড়ে।
মাংকি পক্সের ভাইরালে আগেও আতঙ্কিত হয়েছিল বিশ্ব। এই নিয়ে দু’বছরে দু’বার মাঙ্কি পক্সকে ‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’ বলে ঘোষণা করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সম্প্রতি আফ্রিকার কঙ্গো উপদেশে এই ভাইরাসের ছড়িয়ে পড়ার কারণেই এই ঘোষণা করেছে হু। ইন্টারন্যাশানাল হেলথ রেগুলেশনস ইমারজেন্সির কমিটি হু এবং অনান্য দেশের পাঠানো তথ্য উপরে নির্ভর করেই এই মূহুর্তে গোটা বিশ্বে মাঙ্কি পক্সকে ‘গ্লোবাল হেলথ এমারজেন্সি’ বলে চিহ্নিত করেছে। আগে ২০২২ সালে মাঙ্কি পক্স-এর বাড়বাড়ন্তের চোটে গোটা বিশ্বে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছিল হু। তবে এরপরে চলতি বছরে মে মাস থেকেই বিশ্ব জুড়ে দাবানলের মতো ছড়িয়ে পড়তে শুরু করে মাঙ্কি পক্স। ভারতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমস্ত রাজ্যকে সতর্ক করা হয়েছে।