Saturday, January 18, 2025
Homeখবরহাওড়ার আমতার বাকসীহাট থেকে বিরল প্রজাতির ৪টি গোসাপ উদ্ধার

- Advertisment -

হাওড়ার আমতার বাকসীহাট থেকে বিরল প্রজাতির ৪টি গোসাপ উদ্ধার

 

হাওড়ার আমতার বাকসীহাট এলাকা থেকে ৪টি বিরল প্রজাতির গোসাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় পরিবেশ কর্মী দেবরাজ আড়ু ও তাঁর সহযোগীদের তৎপরতায় ওই গোসাপগুলিকে দ্রুত জলাশয়ে ছেড়ে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, দু’জন একটি বস্তা ও ব্যাগে ভরে ওই ৪টি গোসাপকে নিয়ে যাচ্ছিল। স্থানীয়দের সন্দেহ হওয়ায় তাঁরা দু’জনকে আটকে ব্যাগ ও বস্তা দুটি খুলতেই দেখেন তার মধ্যে ৪টি বিরল প্রজাতির গোসাপ রয়েছে। খবর পেয়ে সেখানে পৌঁছান পরিবেশ কর্মীরা। তাঁদের তৎপরতাতেই গোসাপগুলিকে জলাশয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments