‘ক্যাটাটাম্বো লাইটনিং’ হলো এক আশ্চর্য প্রাকৃতিক রূপ। পৃথিবীতে হাজার হাজার নদী আছে। তারমধ্যে এমন বহু নদী আছে, যে নদী হ্রদে গিয়েছে। কিন্তু এমন আলোর ঝলকানি আর কোথাও দেখা যাসাধারণয় না। বিষয়টা একটু পরিষ্কার করা দরকার। ভেনিজুয়েলার ক্যাটাটাম্বো নদীর মোহনার কাছেই এই আজব কাণ্ড চলতে থাকে বছরের পর বছর যা বিশ্বজুড়ে ক্যাটাটাম্বো লাইটনিং নামেই বিখ্যাত। পৃথিবীতে এমন কোনও জায়গায় নেই যেখানে এত ঘনঘন বজ্রপাত হয়। এমনিতে আর পাঁচটা নদীর সঙ্গে তার ফারাক নেই। এই নদীর জল গিয়ে পড়েছে একটি সুবিশাল হ্রদে। যেখানে নদীর জল হ্রদের সঙ্গে মিশেছে সেখানে বছরের অর্ধেক দিনই চলে এক আলোর খেলা। আকাশ থেকে সে আলো নেমে আসে মাটিতে। চারধার আলোয় ঝলসে ওঠে। বিজ্ঞানীরা বলছেন, এটা আসলে বিদ্যুতের ঝলকানি।
আকাশের বিদ্যুতের সঙ্গে নদী ও হ্রদের মোহনাস্থলের বিদ্যুতের সংস্পর্শে বছরের বেশিরভাগ সময় দেখা যায় এই আলোর খেলা। এই আলো বজ্রের আলো। বিদ্যুতের চোখ ঝলসে দেওয়া ঝলকানি আকাশের বুক চিরে নেমে আসে নদীর জলে, নদীর আশপাশে। হিসাব বলছে প্রতিবছর ১৬০ থেকে ১৭০ দিনই এখানে এই আলোর খেলায় মেতে ওঠে প্রকৃতি। যেদিন আলোর খেলা হয় সেদিন গড়ে ৯ ঘণ্টা ধরে চলে এই বিদ্যুতের ঝলকানি। গ্রীষ্মকালে আবার শুকনো বিদ্যুতের ঝলকানিই হয়, বৃষ্টি হয়না। দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এই আলোর খেলা দেখতে।