Sunday, November 3, 2024
Homeখবরআসামের বিভিন্ন জায়গায় IED পুঁতে রাখা সংক্রান্ত মামলায় এক মূলচক্রীকে গ্রেফতার করল...

- Advertisment -

আসামের বিভিন্ন জায়গায় IED পুঁতে রাখা সংক্রান্ত মামলায় এক মূলচক্রীকে গ্রেফতার করল NIA

 

 

জাতীয় তদন্ত সংস্থা NIA, আসামের বিভিন্ন জায়গায় IED পুঁতে রাখা সংক্রান্ত মামলায় United Liberation Front of Assam- ULFA-I এর এক মূলচক্রীকে গ্রেফতার করেছে। এক বিবৃতিতে এনআইএ জানিয়েছে যে অভিযুক্ত গৌতম বড়ুয়াকে ব্যাঙ্গালুরুর উপকন্ঠে,তার গোপন ডেরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ওই ব্যক্তি নিষিদ্ধ ULFA (I) গোষ্ঠীর শীর্ষ নেতৃত্বের হয়ে উত্তর লখিমপুর জেলায় বিভিন্ন স্থানে IED, পুঁতে রেখেছিল বলে NIA জানিয়েছে। বেঙ্গালুরুর বিশেষ এনআইএ আদালতে তাকে হাজির করা হলে ট্রানজিট রিমান্ডের আদেশ দেন। পরবর্তীতে তাকে আসামে NIAর বিশেষ আদালতে হাজির করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments