এই ঘটনায় আমাদের মনে পরে যায় সেই কলকাতায় চিড়িয়াখানা খানার শিবা বা ববের কথা। তবে এবার কিন্তু কোনো মৃত্যুর খবর নেই। সি সি ক্যামেরায় সবটা দেখা গেছে। ঘটনাটি ঘটেছেব আমেরিকার কোহানজিক চিড়িয়াখানায়। রয়্যাল বেঙ্গলের খাঁচায় নেমে তাকে খোঁচানোর চেষ্টা করছিলেন তিনি। সিসি ক্যামেরায় সেই ছবি ধরাও পড়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ এখন হন্যে হয়ে খুঁজছেন ওই মহিলাকে। সিসি ক্যামেরা ফুটেজে দেখা গিয়েছে, বাঘের খাঁচায় নেমে তাকে আঙুল দিয়ে খোঁচানোর চেষ্টা করছেন ওই মহিলা। তাঁর থেকে কয়েক ইঞ্চি দূরত্বেই দাঁড়িয়ে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। যার ওজন ৫০০ পাউন্ড। বয়স সাত। সেই ভয়ঙ্কর ঘটনা ঘটিয়ে তিনি এখন পালিয়ে বেড়াচ্ছেন। কারণ বাঘের খাঁচায় ঢোকার অপরাধে পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে।
ওই অকুতভয় মহিলার কারবার দেখে সকলেই স্তম্ভিত। বাঘ হয়তো একটু অন্য মনস্ক ছিল। তাই পাল্টা আক্রমন করতে একটু সময় নেয়। তার পরেই গর্জন করে এগিয়ে আসে। সিসি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, কালো শার্ট এবং সাদা রঙের শর্টস পরিহিত ওই মহিলা এর পরে বিদ্যুৎগতিতে খাঁচার বেড়া বেয়ে উপরে উঠে পড়েন। এবং বেঁচে যান। ভিডিয়োটি দেখার পর চিড়িয়াখানা কর্তৃপক্ষ পুলিশে খবর দিয়েছিল। ব্রিজটন থানা পরে জানিয়েছে, তাঁরা ওই মহিলাকে খুঁজছে। শেষ পর্যন্ত তাকে ধরা সম্ভব হবে কিনা তা ভবিষ্যৎ জানাবে।