Tuesday, January 21, 2025
Homeখবরঅফবিট নিউজ - বিশ্বের সবচেয়ে ধীরে চলা এই...

- Advertisment -

অফবিট নিউজ – বিশ্বের সবচেয়ে ধীরে চলা এই ট্রেনটির গতি ঘন্টায় ২৪ মাইল 

 

 

এটা কিন্তু ভারতের কোনো ট্রেন নয়, এমনকি এশিয়ার ট্রেনও নয়। ট্রেনটি চলে ইউরোপের মাটিতে। আলপাইন পাহাড়ের উপরে তৈরি রেলপথ দিয়েই যায় গ্লেসিয়ার এক্সপ্রেস। জ়েরম্যাট থেকে সেন্ট মরিজ় পর্যন্ত এই রেলপথের মাঝেই পড়ে ৯১টি টানেল ও ২৯১টি ব্রিজ। সুইজারল্যান্ডের গ্লেসিয়ার এক্সপ্রেস হল বিশ্বের সবথেকে ধীরগতির ট্রেন। এর গতি ঘণ্টায় ২৪ মাইল। এই ট্রেনটি খুবই বিপদ সংকুল পথ দিয়ে যায়। তাই গতি সম্পূর্ণ নিয়ন্ত্রনে রাখতে হয়।  মনে প্রশ্ন জাগতেই পারে যে এত স্লো বা ধীরগতিতে কেন যায় ট্রেনটি? কারণ এই ট্রেন পাহাড়ের উপরে তৈরি ২৯১টি ব্রিজ ও ৯১টি সুড়ঙ্গ বা টানেল পার করে যায়। স্বাভাবিক কারণেই ট্রেনের গতি এর থেকে বাড়ানো খুবই ঝুঁকি পূর্ণ হয়ে যায়।

 

ট্রেনটির যাত্রাপথ মোট ৮ ঘন্টার হলেও মানুষ কিন্তু ক্লান্ত হয় না। কারণ পথের দুধারে প্রকৃতি নিজেকে অপরূপ সাজে সাজিয়েছে। কখনও বরফে ঢাকা রাস্তা, কখনও শুষ্ক পাহাড়, কখনও আবার সবুজ ক্ষেতের মধ্যে দিয়ে ছুটে যায় ট্রেনটি। রোন হিমবাহ থেকে শুরু করে রাইন খাদ, যা সুইৎজারল্যান্ডের গ্রান্ড ক্যানিয়ন নামেও পরিচিত, তার উপর দিয়ে যায় গ্লেসিয়ার এক্সপ্রেস। খাওয়া-দাওয়ার বিপুল ব্যবস্থাও রয়েছে এই ট্রেনে। সু সজ্জিত এই ট্রেনটি বিশ্বের একটি অন্যতম বিলাস বহুল ট্রেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments