একটা আস্ত মালগাড়ি চলে গেলো। তারপর তিনি উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে কাপড়ের ধুলো ঝাড়ছেন। হ্যাঁ, ঘটনাটা ঘটেছে তেলঙ্গানার ভিকারাবাদ জেলার নাভান্দগিতে। বান্ধবীর সঙ্গে রেললাইন পেরোচ্ছিলেন ওই মহিলা। এমন সময় ওই রেলট্র্যাকে একটি মালগাড়ি চলে আসে। ধীর গতিতে আসা পণ্যবাহী ট্রেনটিকে দু’জনের কেউই দেখতে পাননি। যদিও দেখা মাত্র বান্ধবী দ্রুত রেললাইন থেকে সরে যান। যা পেরে ওঠেননি ওই মহিলা। তারপরে মুহূর্তে বুদ্ধি করে তিনি দুটি লাইনের মাঝে সোজা শুয়ে পড়েন। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একবার তিনি মাথা তুলে দেখে আবার শুয়ে পড়েন।
তাঁর শরীরের উপর দিয়ে চলে যাচ্ছে একটি মালবাহী ট্রেন। যথাসম্ভব স্থির ভাবে রেল লাইনে শুয়ে ছিলেন তিনি। একবার মাথা তোলার চেষ্টা করেও নামিয়ে নেন। শেষ পর্যন্ত ট্রেনটি তাঁকে ডিঙিয়ে চলে যাওয়ার পর ধুলো ঝেরে উঠে দাঁড়ান মহিলা। উপস্থিতির বুদ্ধির জোরে সম্পূর্ণ অক্ষত অবস্থায় ঘরে ফেরেন তিনি। সকলেই তার মানসিক দৃঢ়তা ও উপস্থিত বুদ্ধির প্রশংসা করেছেন।