কথায় আছে, ‘রাখে হরি তো মারে কে!’এখানে চাঙ্গো পাটিল যেন হরি হয়েই উপস্থিত হয়েছিলেন। বুধবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাঁও রেল স্টেশনে। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা গিয়েছে, সিগন্যাল লাল থাকা সত্ত্বেও, এক মহিলা ভারী ব্যাগ নিয়ে রেললাইনের উপর দিয়ে হেঁটে একদিকের প্ল্যাটফর্ম থেকে অন্যদিকে যাচ্ছিলেন। সেই সময়ই এসে পড়ে ট্রেনটি। ওই মহিলা সঙ্গে থাকা ব্যাগটিকে স্টেশনে ছুড়ে দেন। নিজে ওঠার চেষ্টা করলেও, ব্যর্থ হন। তারপরেই হরি হয়ে ছুটে আসেন এক RPF কর্মী।
বাড়িয়ে ওই মহিলাকে টেনে তোলার চেষ্টাও করেন। কিন্তু ততক্ষণে ট্রেন এসে ধাক্কা মারে মহিলাকে। প্ল্যাটফর্ম ও ট্রেনের মাঝে আটকা পড়েন ওই মহিলা। ওই অবস্থাতেই বেশ কিছুটা টেনে হিঁচড়ে নিয়ে যায় ট্রেন। কিন্তু ওই কর্মী তাকে ছেড়ে দেয় না। তার হাত ধরে তিনিও ছুটে চলেছেন।
চাঙ্গো পাটিল নামক ওই আরপিএফ কর্মী কিন্তু থেমে থাকেননি। দৌঁড়ে তিনি আবার ওই মহিলাকে টেনে তোলেন। এরপর বাকি পুলিশকর্মী ও যাত্রীরাও ছুটে আসেন এবং ওই মহিলাকে উদ্ধার করেন। যথেষ্ট আহত হলেও প্রাথমিক চিকিৎসার পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ওই ভাইরাল ভিডিও দেখে নাগরিক মহল ধন্য ধন্য করেছেন চাঙ্গো পাটিলের।