ড্রিম বাজার বা স্বপ্নের বাজার নামটা খুব আদর করে রেখেছিলেন এক ব্যবসায়ী। কিন্তু প্রথম দিনই হারালেন কোটি টাকা। আসল কথা হলো, এই জাতীয় শপিং মল পাকিস্তানের উপযোগী নয়। আসল খবর হলো, সেই স্বপ্নের বাজার’ পরিণত হল ‘দুঃস্বপ্নে’। উদ্বোধনের দিনই চোখের নিমেষে শপিং মলের লুট করে নিল স্থানীয় জনতা। গোটা ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখল পুলিশ। করাচির গুলিস্তান-এ-জোহার এলাকায় এক বিশাল শপিং মল তৈরি করেছিলেন এক ব্যবসায়ী। যিনি পাকিস্তানের বাসিন্দা হলেও কর্মসূত্রে বিদেশে থাকেন। মলের উদ্বোধন উপলক্ষে গত প্রায় এক মাস ধরে সোশাল মিডিয়ায় ব্যাপক প্রচার চালানো হয়। উদ্বোধনের দিন গ্রাহক সংখ্যা বাড়াতে কেনাকাটার উপর বিপুল ছাড়ের পাশাপাশি নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সব দেখতে ভিড়ও জমে প্রচুর। আর সেই ভিড় থেকে একদল লাঠি নিয়ে ঢুকে পড়ে মলে। চালানো শুরু করে লুঠ। তাদের দেখাদেখি বাকি মানুষেরাও সেই লুন্ঠনের কাজে হাত লাগায়।
এই মুহূর্তে পাকিস্তানের আর্থিক অবস্থা তলানিতে। মানুষের হাতে টাকা নেই। চরম দারিদ্র অবস্থা। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী, শপিং মল উদ্বোধনের সময় চরম বিশৃঙ্খলা তৈরি হয় সেখানে। এরই মাঝে কিছু লোক লাঠি-পাথর নিয়ে সেখানে হাজির হন। কার্যত ভাঙচুর চলে দোকানে। চলতে থাকে অবাধ লুটপাট। যে ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেখানে দেখা যাচ্ছে, ভিড় দোকানে যাতে ঢুকতে না পারে তার জন্য কাঁচের দরজা আটকানোর ব্যর্থ চেষ্টা করছেন কর্মীরা। তবে তাঁদের ঠেলে ভেতরে ঢুকে পড়ছে ভিড়ের স্রোত। এর পর যে যার ইচ্ছে মতো জিনিসপত্র, পোশাক নিয়ে নিচ্ছেন সেখান থেকে।