Wednesday, March 19, 2025
Homeখবরঅফবিট- মৌসুম্বি লেবুর বস্তায় নেশার কাফ সিরাফ পাচার

- Advertisment -

অফবিট- মৌসুম্বি লেবুর বস্তায় নেশার কাফ সিরাফ পাচার

 

পুলিশ যত তৎপর হচ্ছে চোরা চালানকারীরাও ততই নতুন নতুন পন্থা নিচ্ছে। এবার মৌসুম্বি লেবুর অন্তরালে মাদক পাচার। তবে শেষ রক্ষা হয় নি। ধরা পরে গেছে জলপাইগুড়ির কোতোয়ালি থানার পুলিশের হাতে। কোতোয়ালি থানার পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকের কাছে খবর আসে ৩১ নম্বর জাতীয় সড়ক ব্যবহার করে দিল্লি থেকে অসমে মাদক পাচার করা হচ্ছে। খবর পেয়ে জলপাইগুড়ি তিস্তা ব্রিজের কাছে নাকা চেকিং শুরু করে পুলিশ। আর তাতেই আসে সাফল্য। পুলিশের তৎপরতায় ধরা পরে গেছে বিরাট মাদক চক্র।

উত্তরবঙ্গকে কাজে লাগিয়ে ভিন রাজ্যে মাদক পাচারের ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ই এই অভিযোগ ওঠে। যদিও পুলিশি তৎপরতায় তা রুখে দেওয়ার ঘটনাও ঘটেছে বহুবার। এবারও তাই হয়েছে। পুলিশের নাকা চেকিংয়ের সময় লরির লাইন পরে যায়। পুলিশ একটা একটা করে লরি চেকিং শুরু করে। এরপরই সন্দেহভাজন লরি আসতেই শুরু হয় তল্লাশি। যে দৃশ্য নজরে আসে, সকলে হা! প্রথমে তো একের পর এক মোসম্বি লেবু বোঝাই বস্তা নজরে আসে। তবে বস্তা খুলতেই চক্ষু চড়কগাছ। পুলিশ দেখে, লেবুর আড়ালে লুকানো রয়েছে নিষিদ্ধ কাফ সিরাপ। এরপর ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেই শিশি গণনা শুরু হয়। মোট ১১৪০০ টি কাফ সিরাপ ভর্তি বোতল উদ্ধার হয়। ধরা পরে চক্রের বেশ কয়েকজন। পুলশ বাকিদের ধরার চেষ্টা করছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments