আধুনিক সভ্যতার আপরিহার্য অঙ্গ হয়ে উঠেছে বিভিন্ন নেশা। মদ্যপান সমাজে নিষিদ্ধ নয়, কিন্তু কিছু নিয়ম মেনে সেই নেশা করতে হয়। আর নেশা মানুষ নেশার জন্য অনেক কিছু করে । আর এই নেশা ধরানোর জন্য এক শ্রেণীর মানুষ সব সময় সক্রিয় থাকে। তেমনই এক ঘটনা সামনে এসেছে হয়েদ্রাবাদের। আইসক্রিমের সঙ্গে হুইস্কি মিশিয়ে বিক্রি হচ্ছিল দোকানে। চড়া দামে রমরমিয়ে বিক্রি হচ্ছিল সেই হুইস্কি আইসক্রিম। হায়দরাবাদের এমনই একটি ঘটনা শুনে নড়েচড়ে বসে আবগারি দফতর। গোপন সূত্রে এই খবর পেয়ে এই চক্র চালানোর অভিযোগে হায়দরাবাদের পুলিশ গ্রেফতার করে এই ব্যবসার সঙ্গে জড়িত দুই ব্যক্তিকে। ধরা পড়ার অপেক্ষায় পার্লারের মালিক। আফগারী দপ্তরের এক আধিকারিক জানায়, এভাবে বিভিন্ন খাদ্য ও পানিয়ের মধ্যে মদ মিশিয়ে চোরা পথে বিক্রি হচ্ছে।
খবরটা সামনে আসতেই সক্রিয় হয়ে ওঠে পুলিশ ও আফগারী দপ্তর। তারা অভিযান শুরু করে বিভিন্ন পার্লারে। আফগারী দপ্তর সূত্রে জানা গেছে, শুক্রবার আবগারি দফতরের পক্ষ থেকে এই আইসক্রিম পার্লারকে বাজেয়াপ্ত করে দেওয়া হয়। হায়দরাবাদের জুবিলি হিলস অঞ্চলের ১ ও ৫ নং রাস্তায় যখন রাজ্যের আবগারি বিভাগের তরফ থেকে আরিকো কাফে আইসক্রিম পার্লারে তল্লাশি করা হয়, তখনই এই চক্র ধরা পড়ে। হুইস্কি আইসক্রিমের ঘটনা প্রকাশ্যে আসে। এই তল্লাশি চালানোর সময় আবগারি বিভাগের আধিকারিকরা ২৩টি হুইস্কি আইসক্রিম বাজেয়াপ্ত করে পার্লার থেকে যেগুলির মোট ওজন ১১.৫ কেজি। সমস্ত হয়েদ্রাবাদ জুড়ে এমন অনেক পার্লার গজিয়ে উঠেছে বলেই ধারণা আফগারী দপ্তরের।