‘মিরাকেল’ শব্দটা খুব মজার। কিরামেল মানেই আশ্চর্য কিছু একটা থাকবে। আর তেমনই এক মিরাকেল ঘটলো বাংলাদেশের কিশোরগঞ্জে। ফেসবুকের সৌজন্যে ঘটলো এই মিরাকেল। ঘটনা হলো,স্ত্রীর সঙ্গে রাগারাগি করে ৩২ বছর আগে বাড়ি ছেড়েছিলো বাংলাদেশের কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার দক্ষিণ চরটেকী গ্রামের মুর্শিদ মিয়াঁ। তারপর পদ্মা দিয়ে বহু জল বয়ে গেছে। কিন্তু মুর্শিদ মিয়াঁর আর দেখা নাই। আজ মুর্শিদ ৭০ বছরের বৃদ্ধ। তাঁর আত্মীয়স্বজনরা জানান, প্রায় ৩২ বছর আগে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিষয়ে রাগ করে বাড়ি ছেড়েছিলেন মুর্শিদ। বাড়ির লোকজন বহু খোঁজাখুঁজি করেও তাঁর কোনও খোঁজ পাননি। এক পর্যায়ে তাঁকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিলেন সকলে। এর পর বাড়ি ছেড়ে চলে যান মুর্শিদের স্ত্রীও।
তারপরেই নাটকের দ্বিতীয় দৃশ্য। জানা গিয়েছে, নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের সাহাজ উদ্দিন মাস্টারের বাড়িতে দীর্ঘদিন ধরে শ্রমিকের কাজ করতেন মুর্শিদ। কিন্তু কয়েক মাস আগে তিনি অসুস্থ হয়ে পড়েন। বাড়িতে ফিরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। কিছুদিন আগে ধুকুন্দি গ্রামের এক যুবক ফেসবুকে মুর্শিদকে নিয়ে পোস্ট করেন। ফেসবুকের মাধ্যমে আত্মীয়রা তাঁকে চিনতে পারেন। গতকাল, রবিবার মুর্শিদের ভাইপো আবদুল হাকিম-সহ বেশ কয়েকজন ওই গ্রামে গিয়ে তাঁকে নিয়ে আসেন। আবদুল হাকিম জানান, দীর্ঘদিন পর কাকাকে ফিরে পেয়ে সকলেই খুব খুশি।