মানুষের সঙ্গে পশু জগতের অনেকেরই বন্ধুত্ব হয় – এমন কথা আমরা জানি। তাই বলে মানুষের সঙ্গে এক বিরাট সাদা ভালুকের বন্ধুত্ব! এমন খবর বলেই সেটা অফবিট নিউজ।
মানুষ ও ভালুকের এক নিবিড় সম্পর্কের হদিশ মিলল সমাজমাধ্যমে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে তেমনই দেখা গেছে। যেখানে দেখা গিয়েছে, এক প্রৌঢ় এবং একটি বিশালকার ভালুকের ‘অসম বন্ধুত্ব’। পাশাপাশি উপুড় হয়ে শুয়ে দুজনে তরমুজ খাচ্ছে আর অজানা ভাষায় ভাবের আদানপ্রদান চালাচ্ছে। এভাবেও বন্ধুত্ব সম্ভব, যদি মন থেকে তাকে ভালোবাসা যায়। সকলেই খুব খুশি এই বন্ধুত্ব দেখে।
অনেকেরই ধারণা এই ছবিটি রাশিয়ার। যেখানে দেখা গিয়েছে, একটি বাগানে উপুড় হয়ে শুয়ে এক প্রৌঢ়। ঠিক তার পাশে একটি বিশালাকার সাদা রঙের ভালুক। তাদের সামনে একটি প্লেট। সেখানে অনেকগুলি কাটা তরমুজের টুকরো রাখা। তরমুজের সেই টুকরো হাতে করে ভালককে খাওয়াতে দেখা গিয়েছে প্রৌঢ় ব্যক্তিকে। মাঝেমাঝে নিজেও তরমুজে কামড় বসাচ্ছিলেন তিনি। ৩ আগস্ট পোস্ট করা ওই ভিডিওর ১৪ লক্ষ ভিউ হয়েছে। প্রৌঢ় এবং ভালুকের বন্ধুত্ব দেখে অবাক সব্বাই। বন্যপ্রাণ এবং মানুষের এমন সম্পর্ককে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন অনেকেই। এই মুহূর্তে মানুষকে বুঝতে হবে এই বিশ্ব শুধুই মানুষের নয়, সমস্ত পশু কুলেরও।