বিষয়টা আশ্চর্যের হলেও সত্য। নারী নিরাপত্তা এই মুহূর্তে একটা আন্তর্জাতিক সমস্যা। বারি থেকে বাড়ির মেয়ে বের হলে চিন্তায় উতলা হয়ে ওঠেন বাবা-মাযেরা। সেই সমস্যার সমাধান করতেই এবার পাকিস্তানের এক বাবা তার মেয়ের মাথায় লাগিয়ে দিলেন সিসি ক্যামেরা। তরুণী জানান, “বাবার সিদ্ধান্তে আমি খুশি। আমার সুরক্ষার কথা চিন্তা করেই তিনি এই পদক্ষেপ করেছেন। তাই আমি বাবাকে বাধা দিইনি।” যদিও এটাও ঠিক এতে তরুনির ব্যক্তিগত স্বাধীনতা নষ্ট হচ্ছে। সে কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে – সবটাই চলে যাচ্ছে বাবার কাছে।
কেন এই ক্যামেরা লাগানো হলো? এই প্রশ্নর উত্তরে তরুনি বলেন, সম্প্রতি করাচিতে এক মহিলাকে নৃশংসভাবে খুন করা হয়েছে। এখন কেউ সুরক্ষিত নন। ওই মহিলার সঙ্গে যা হয়েছে, তা তাঁর সঙ্গেও হতে পারে। এই ঘটনা দেখে তাঁর বাবার মনেও ভয় তৈরি হয়। নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য তাঁর বাবা এই সিদ্ধান্ত নেন। জানা গিয়েছে, তরুণীটির বাবা সিকিউরিটি গার্ড। তাই এই সিসিটিভির মাধ্যমে মেয়েকে সর্বক্ষণ নজরে রাখতে পারেন। এই ভিডিও সমাজমাধ্যমে ছড়াতেই কমেন্টের বন্যা বইয়ে দিয়েছেন নেটিজেনরা।