চোরের কাজ চুরি করা আর ভক্ত মানুষের কাজ বিগ্রহকে প্রণাম করা। এবার এই দুটো মিলিয়ে এক চরিত্রের খোঁজ পাওয়া গেলো বিহারের ছাপড়া জেলায়। ভাইরাল হয়েছে এক আশ্চর্য ভিডিও। সম্প্রতি সমাজমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে এক ভক্ত চোরকে। ঘটনাটা ঘটেছে বিহারের ছাপড়া জেলায়। ছাপড়া জেলায় এমন একটি বটেশ্বর শিব মন্দির রয়েছে যা খুবই প্রসিদ্ধ। গত ১২ সেপ্টেম্বর সেই মন্দিরের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে এই আশ্চর্য চোরের ভিডিয়ো। অন্যান্য চোরের মত শুধু চুপিচুপি ঢুকে চুরি করে পালায়নি এই চোর। বরং শিবলিঙ্গের সামনে হাতজোড় করে প্রণাম করে তারপর তার চারধারে জড়ানো অষ্টধাতুর নাগমূর্তি নিয়ে পালিয়েছে সে।সামলেই স্তম্ভিত এই দৃশ্য দেখে। আপাতত দৃষ্টিতে দেখা বোঝার উপায় নেই ‘চোর’ এমনও হয়!
এই ভিডিয়ো মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সমাজমাধ্যমে। সংবাদমাধ্যমে জানা গিয়েছে নিকটবর্তী ভগবান বাজার থানায় এই চুরির ঘটনার বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। আর এই ভিডিয়ো ক্লিপ ভাইরাল হতেই মানুষজন প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।