এটা হয়তো ভারতীয় রেলেই সম্ভব। বিশেষ করে গত কয়েক বছর ধরে ভারতীয় রেলে নিয়ম থেকে যেন বেনিয়মই বেশি হচ্ছে। এবারের ঘটনা বিহারের গয়ায়। দেশের নানা প্রান্তে একের পর এক ‘পথভোলা’ ট্রেনের দৌলতে প্রশ্নের মুখে যাত্রী নিরাপত্তা। সেই তালিকায় এবার নবতম সংযোজন বিহারের গয়া। কু ঝিক ঝিক করতে করতে এবার সোজা চাষের জমিতে হাজির হল আস্ত ট্রেন। দিগন্ত বিস্তৃত সবুজ ক্ষেতের মাঝে এমন একাকি ট্রেনের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই ভারতীয় রেলকে নিয়ে শুরু হয়েছে নানা রসিকতা। নাগরিক মহল বলছেন, ভারতীয় রেল যাত্রী সুরক্ষার কথা প্রায় ভুলেই গেছে।
সূত্রের খবর, এই ঘটনা ওয়াজিরগঞ্জ এবং কোলহনা স্টেশনের মাঝে রঘুনাথপুর গ্রামে। শুক্রবার সন্ধেয় লুপ লাইন ধরে গয়ার দিয়ে যাচ্ছিল রেলের একটি ইঞ্জিন। যাওয়ার পথে লাইনচ্যুত হয়ে সোজা খোলা মাঠে চলে আসে সেটি। রেল সূত্রে অবশ্য জানা গিয়েছে এই দুর্ঘটনায় কারও কোনও ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে বিষয়টি নজরে পড়তেই মাঠের মধ্যে ভিড় জমান স্থানীয় জনতা। অনাহূত অতিথির সঙ্গে চলতে থাকে সেলফি। সকলেই বিস্মিত হয়ে ওঠেন ধান ক্ষেতে ওই ট্রেন দেখে। ইতিমধ্যে যাদের জমিতে ট্রেন ঢুকে পড়েছে তারা রেলের কাছে ক্ষতি পূরণ দাবি করেছে। কংগ্রেস সহ বিরোধী শিবির নেমে পড়েছে সমালোচনায়।