মানুষ ব্যবসা বাণিজ্য বা ব্যক্তিগত কারণে বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয়। এটা বহুকাল ধরেই চলে আসছে। সকলেই যে সময় মতো সেই ঋণ পরিশোধ করেন তা মোটেও নয়। তখন ব্যাংক কর্মীদের ছুটতে হয় তার বাড়িতে। আর সেই কাজটা করতে গিয়েই বার বার বিপদে পড়ছেন ব্যাংক কর্মীরা। অনেকদিন ধরে লোন বাকি থাকায় এক গ্রাহকের বাড়িতে হানা দিয়েছিলেন লোন এজেন্টরা। একবার নয়, একাধিকবার। যতবারই তাঁরা ওই বাড়িতে যান ততবারই ‘ভগবানের’ মুখোমুখি হতে হয় তাঁদের। এমনকী, লোন চাইতে গেলে সেই ‘ভগবান’ তাঁদের অভিশাপও দেন। এমনি এক ভাইরাল ভিডিও সামনে এসেছে, যা দেখে তাজ্জব বনে গেছে নেট দুনিয়া। ব্যাংক সূত্রে জানা যাচ্ছে, অনেকদিন ধরে লোন বাকি থাকায় এক গ্রাহকের বাড়িতে হানা দিয়েছিলেন লোন এজেন্টরা। একবার নয়, একাধিকবার। যতবারই তাঁরা ওই বাড়িতে যান ততবারই ‘ভগবানের’ মুখোমুখি হতে হয় তাঁদের। প্রতিবারই ওই মহিলা বিভিন্ন ভগবানের রূপ নিয়ে ব্যাংক কর্মীদের উপর চড়াও হয়। প্রচুর অভিশাপ দেয়। কিছু সময় এইসব শুনে ব্যাংক কর্মীরা ফিরে আসতে বাধ্য হন।
এই নিয়ে ব্যাংকের পক্ষ থেকে একটা ভিডিও করা হয়েছে। আর সেই ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, যখনি তারা যান, সেই সময় তাঁদের সামনে ভগবান সেজে আসেন এক মহিলা। নানা অঙ্গভঙ্গি করতে শুরু করেন তিনি। এরপর তাদের নানা অভিশাপ দিতে থাকেন। জানা গিয়েছে ওই মহিলা লোন নিয়ে একটি ট্যাক্টর কেনেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও ওই টাকা তিনি শোধ দেননি। ফলে বকেয়া টাকা ফেরত পেতে ব্যাঙ্ক কর্তাদেরই হানা দিতে হয় ওই মহিলার বাড়িতে। যদিও ওই টাকা ফেরত দিতে অস্বীকার করে ওই মহিলার পরিবারও। এবার ব্যাংক আদালতে যাবার প্রস্তুতি নিচ্ছে। তবে তাকে শেষ বারের মতো একটা সুযোগ দিতে চান ব্যাংক। এখন দেখার তারা কি করেন।