ইদানিং জাল নোটের কারবার ভীষণভাবে বেড়ে গেছে। বাংলাদেশ সীমান্তে বেশিরভাগ পুলিশ চলে যাওয়ায় জাল নোটের কারবারিরা আরও সক্রিয় হয়ে উঠেছে। জুতোয় লুকিয়ে ১লক্ষ ৫০ হাজার ৫০০ টাকার জাল নোট পাচারের চেষ্টা। বাস থামিয়ে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ঘটনা মালদহের গাজোলে। শিলিগুড়িগামী এক সরকারি বাসে এক যুবক ডাল খোলার উদ্দেশে রওনা দিয়েছিলেন কালিয়াচক থেকে। কিন্তু পুলিশের তৎপরতায় এবার সে ধরা পড়ে গেলো।
পুলিশের কাছে আগে থেকেই খবর ছিল। কদুবারি মোড়ে বারো নম্বর জাতীয় সড়কে ওই সরকারি বাস থেকে দাঁড় করিয়ে তল্লাশি চালায় পুলিশ। ওই যুবককে আটক করে নীচে নামিয়ে তল্লাশি চালানো হয়। সেই সময় যুবক একবার পালানোর চেষ্টা করে। তারপরেই তার জুতোর মধ্য থেকে উদ্ধার হয় ওই বিপুল টাকা। পুলিশ সূত্রে খবর, সীমান্তবর্তী এলাকাগুলিতে আবারও সক্রিয় হয়ে উঠেছে জাল নোট পাচার চক্র। সেই মোতাবেক পুলিশ ওঁত পেতে ছিল আগে থেকেই। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাসে তল্লাশি চালায়। প্রত্যেক যাত্রী ও তাঁদের লাগেজে তল্লাশি চালানো হয়। যাত্রীরা কেউ কেউ ক্ষোভ প্রকাশ করলেও শেষ পর্যন্ত পুরো ঘটনা সামনে আসায় তারা খুশি।