মৃত্যুর পরে মানুষের কী হয়? সে কোথায় যায়? যদি আত্মা বলে কিছু থেকেই থাকে, তাহলে মরনের পারে তার জন্য কী অপেক্ষা করে? এমন অনেক প্রশ্ন সৃষ্টির শুরু থেকেই বিশ্ব দার্শনিকদের আলোরিত করেছে। তারই একটা উত্তর যেন পাওয়া গেলো একজন আমেরিকান চিকিৎসকের কাছ থেকে। বিষয়টা একটু পরিষ্কার করা দরকার।
আমেরিকার এক সার্জেনের কথা শুনে অবাক হয়েছেন অনেকেই। কোমা থেকে ফেরার পর অনেকেই স্মৃতিভ্রংশ বা স্মৃতি ভুলে যাওয়ার মতো ঘটনা সাধারণ। কিন্তু, কোমায় চলে গিয়ে কোনও ব্যক্তি স্বর্গ থেকে ঘুরে এসেছেন এবং তিনি সেখানে মুরগি ভাজার গন্ধ পেয়েছেন এমন অভিজ্ঞতা সত্যিই অবাক করা। সূত্রের খবর অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার বাসিন্দা এই ব্যক্তি ডাঃ ইবন আলেকজান্ডার পেশায় একজন ব্রেন সার্জেন। ই কোলাই ইনফেকশনের দরুন চরম অসুস্থ হয়ে পড়েন তিনি। ফলে ধীরে ধীরে তাঁর মস্তিষ্কেও প্রভাব ফেলে এই রোগ। টানা এক সপ্তাহ কোমায় চলে যান তিনি। যদিও কোমা থেকে জ্ঞান ফিরে তিনি যে কথা শোনালেন তা শুনে তাজ্জব সকলেই।
তিনি যা বললেন, তা তার নিজস্ব অনুভূতি ও নিজের চোখে দেখা। তিনি জানিয়েছেন, কোমায় থাকার সময় তিনি স্বর্গে গিয়েছিলেন, ভাসা ভাসা মেঘের মাঝে হেঁটে বেরিয়েছেন তিনি। এবং মজার ব্যাপার সেখানে ভাজা মুরগির গন্ধও পেয়েছেন!এছাড়াও তিনি জানিয়েছেন নানান ডাইমেনশন বা বিভিন্ন জায়গায় তিনি পৌঁছেছিলেন সে সময়। ভাসা ভাসা মেঘের মাঝে সুন্দর জলপ্রপাত থেকে স্ফটিক জলের পুকুরও দেখেছেন তিনি। সবুজে ঘেরা উদ্যানে হাঁটতে হাঁটতে তিনি আকাশ থেকে ভেসে আসা গানও শুনেছেন। তিনি জানান, তিনি নাকি কার্পেটে করে উড়ে বেড়িয়েছেন, আনেক সুন্দরী মহিলার দেখা পেয়েছেন।