Saturday, January 18, 2025
Homeখবরঅফবিট- শেষ পর্যন্ত বিদ্যুৎ চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

- Advertisment -

অফবিট- শেষ পর্যন্ত বিদ্যুৎ চুরির অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

 

এই খবরটাকে আমাদের অফবিট নিউজ মনে হয়েছে এই কারণেই যে, চাকরি চুরি, চাল চুরি, ত্রিপল চুরি ইত্যাদি শুনতে আমরা অভ্যস্ত। তাই বলে এবার বিদ্যুৎ চুরি! হ্যাঁ অভিযোগটা ঠিক তেমনই। তমলুকের শহিদ মাতঙ্গিনী ব্লকের খারুই ২ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলুয়াচকে দোতলা একটি পাকা বাড়ি রয়েছে। যার মালিক স্থানীয় ব্লক তৃণমূল নেতা সুনীল দেব অধিকারী। যিনি ওই এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্যও। স্ত্রী নীলিমা দেব অধিকারীও পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ ছিলেন। ওই নেতার বিরুদ্ধে বিদ্যুৎ চুরির অভিযোগ উঠেছিল আগেই। স্থানীয়দের দাবি, নিজের প্রভাবশালী তকমাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই একেবারে প্রকাশ্যে বাড়ির সামনে রাস্তার লাইন থেকে হুক করে বিদ্যুৎ চুরি করতেন সুনীল। অভিযোগ পেয়ে দিন দুয়েক আগেই ওই এলাকায় অতর্কিতে হানা দেয় বিদ্যুৎ দপ্তরের আধিকারিকরা।

তারপরেই হাতেনাতে ধরা পরে যান ওই নেতা। থানায় তার বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে। সোশাল মিডিয়া জুড়ে সেই খবর ছড়িয়ে পড়তে রাজনৈতিক মহলেও তীব্র গুঞ্জন শুরু হয়েছে। জেলা পরিষদের বিরোধী দলনেতা তথা ওই এলাকার স্থানীয় বিজেপি নেতৃত্ব বলেন, তৃণমূল মানেই যে চোর সেটা আরো একবার প্রমাণ হল। ওই নেতা নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন ধরেই বিদ্যুৎ চুরি করতেন। স্থানীয় মানুষজন সবকিছু জানলেও ওই নেতার বিরুদ্ধে মুখ খুলতে পারতেন না। কিন্তু এখন এফ আই আর দায়ের হওয়ায় দিনের আলোর মতোই প্রকাশ্যে চলে এসেছে গুরুতর এই অভিযোগ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments