Tuesday, January 21, 2025
Homeখবরঅফবিট- এবার কলকাতা মেট্রোরেলেও

- Advertisment -

অফবিট- এবার কলকাতা মেট্রোরেলেও

 

হ্যাঁ, কিছুদিন আগে একই ঘটনা ঘটেছিল দিল্লি মেট্রোতে। আসল সমস্যা হলো রীল বানানোর নেশা। সকলের নিশ্চই মনে আছে কিছুদিন আগে এক যুবতি দিল্লি মেট্রোতে হঠাৎ নাচতে শুরু করেন! এবার ঠিক সেই ঘটনাই কলকাতা মেট্রোতে। ভাইরাল ভিডিওটি কবে তোলা হয়েছে তা জানা না গেলেও জানা যায়,যাঁকে নাচতে দেখা যাচ্ছে তিনি সহেলী রুদ্র। ইন্সটাগ্রামে এই ভিডিও নিজেই শেয়ার করেছেন সহেলী। সঙ্গে ক্যাপশনে লিখেছেন, ‘জনগণের চাহিদা’। ভিডিওতে দেখা যাচ্ছে শতছিন্ন পোশাকে মেট্রোর মহিলা আসনের সামনে নাচ করছেন তিনি। সঙ্গে গান চলছে, ‘আজ কি রাত মজা হুসনকা..’। মেট্রোর মধ্যে অবাঞ্ছিত এই দৃশ্য দেখে রীতিমতো অস্বস্তিবোধ করতে দেখা যাচ্ছে নিত্যযাত্রীদের। সকলেই কম বেশি বিরক্ত। এই অশ্লীল পোশাক ও নাচ কখনো জনগনের চাহিদা হতে পারে না।

কমেন্ট বক্সে একজন লিখেছেন, বাঙালির রুচি এখনো ওই পর্যয়ে নামেনি যে এটা তাদের চাহিদা হবে। তরুণীর এহেন কাণ্ড প্রকাশ্যে আসতেই সরব হয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, ‘সাধারণ মানুষকে অস্বস্তিতে না ফেলে নিজের বাড়িতে তো এটা করতে পারতেন।’ কেউ আবার লিখেছেন, ‘এটা জনগণের চাহিদা নয়। জনগণের সময়ের দাম রয়েছে।’ কেউ আবার লিখেছেন, ‘নাচ ভালোই করেছেন, এবার এই কাজের জন্য আইনের যাঁতাকলে পড়ার জন্য প্রস্তুত হন।’ একাধিক মানুষ চাইছেন, এর জন্য পুলিশ উপযুক্ত ব্যবস্থা নিক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments