যেদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, শান্তিপূর্ণ প্রতিবাদ পুলিশ আটকাতে পারবে না, সেই দিনই নদীয়ার এক স্কুলের পড়ুয়াদের উদ্দেশ্যে ‘মৃত্যু’ হুমকি দেওয়া হলো। প্রসঙ্গত, শনিবার কৃষ্ণগঞ্জের মাজদিয়া রেলবাজার ইংরেজি উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা আরজি করের ঘটনার প্রতিবাদে একটি প্রতিবাদ মিছিল বের করে। স্কুল প্রাঙ্গনেই ডাক দেওয়া হয় সেই মিছিলের। তারপর কেটেছে বেশ কিছুটা সময়। কিন্তু, এদিন স্কুল শিক্ষকেরা স্কুলে ঢুকতে দেখেন, একাধিক জায়গায় দেওয়া হয়েছে পোস্টার। তাতে লেখা, ‘প্রতিবাদের আর এক নাম মৃত্যু’। নাগরিক মহল সহজেই অনুমান করছেন, কারা এই হুমকির পোস্টার দিয়েছে। তবে তাদের প্রতিবাদ বন্ধ হয় নি।
ওই ধরনের পোস্টার দেখে প্রবল ক্ষোভে ফেটে পড়েন স্কুলের পড়ুয়া, শিক্ষক থেকে অভিভাবকেরা। রীতিমতো রাগের সঙ্গেই স্কুলের এক ছাত্রীকে বলতে শোনা গেল, “আমরা প্রতিবাদের রাস্তা থেকে সরছি না। যতদিন না বিচার পাওয়া যাচ্ছে আমাদের প্রতিবাদ চলবে। এই সব পোস্টার, গুজব দিয়ে আমাদের আটকানো যাবে না। আমরা কোনও কিছুতেই ভয় পাই না।” একই সুর অভিভাবকদের গলাতেও। চন্দ্রানী লাহিড়ী বলছেন, “প্রতিবাদ তো হবেই। গোটা দেশে প্রতিবাদ চলছে। সবাইকে সচেতন করতে গেলে রাস্তায় তো নামতেই হবে। স্কুল আমাদের সঙ্গে আছে। শিক্ষকেরা আমাদের সঙ্গে আছে।”