তালিবানি শাসন বলতে ঠিক কি বোঝায় তার উদাহরণ আগে আমরা বহু পেয়েছি। এবার আবার তা নতুন রূপে প্রকাশ পেলো। ‘দাড়ি’ রাখতেই হবে – এই নির্দেশ দিয়েছে তালিবানের নীতি পুলিশ। আর তা না মানার কারণে ঘটেছে ভয়ঙ্কর ঘটনা। দাড়ি না রাখার দোষে আফগানিস্তানে চাকরি চলে গেল অন্তত ২৮০ জন যুবকের। এছাড়াও মোট ১৩ হাজার জনকে ‘অনৈতিক আচরণে’র দায়ে আটক করা হয়েছে বলেও খবর। স্বাভাবিক কারণেই ক্ষুব্ধ ওই দেশের নতুন প্রজন্মের অনেকেই। কিন্তু প্রকাশ্যে প্রতিবাদের সাহস পাচ্ছে না।
একটা সময় এসে তালিবানি পুলিশ জানিয়েছে, অনৈতিক আচরণে’র দোষে যাঁদের গ্রেপ্তার করা হয়েছিল, ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের অর্ধেককে মুক্তি দেওয়া হয়েছে। এদিকে পরিকল্পনা ও আইন পরিচালক মন্ত্রক জানিয়েছে, গত এক বছরে ২১ হাজার ৩২৮টি বাদ্যযন্ত্রকে ধ্বংস করা হয়েছে। এইসঙ্গে কয়েক হাজার কম্পিউটার অপরেটরকে অনৈতিক সিনেমা ছড়ানোয় বাধা দেওয়া হয়েছে। উল্লেখ্য, সঙ্গীত, বাদ্য, সিনেমার মতো বিনোদনকে ‘হারাম’ বা অনৈতিক তথা অপসংস্কৃতি বলে মনে করে আফগান মৌলবাদী শাসকরা। দেশের মধ্যে এই নিয়ে ক্ষোভ বেড়েই চলেছে। যে কোনো মুহূর্তে বিস্ফোরণ ঘটতে পারে।