Monday, November 11, 2024
Homeখবরঅফবিট : ৩৭ বছর পরে চিনা দম্পতি খুঁজে পেলো তাদের সন্তানকে

- Advertisment -

অফবিট : ৩৭ বছর পরে চিনা দম্পতি খুঁজে পেলো তাদের সন্তানকে

 

এর মধ্যে লুকিয়ে আছে এক মর্মান্তিক গল্প। সেই গল্পই আজ আমাদের অফবিট নিউজ। হ্যাঁ, এক ব দু’বছর নয়, একদম ৩৭ বছর পরে বাবা-মা খুঁজে পেলো তাদের সন্তানকে। ঘটনা কার্যতই হার মানায় সিনেমাকে। চিনা সংবাদপত্র ‘দ্য সাউথ চায়না মর্নিং পোস্ট’-এ প্রকাশিত হয়েছে এই মর্মবিদারী কাহিনি! ১৯৮৬ সালে জন্মগ্রহণ করে ওই শিশুটি। সেই সময়ই তার ঠাকুমা তাকে তুলে দেন অন্য এক ব্যক্তির হাতে। তাকে বিক্রিই করে দেন অর্থের বিনিময়ে! সেই সময় শিশুটির বয়স মাত্র ১ দিন। বিষয়টি ঘুণাক্ষরেও জানতে পারেননি অসহায় দম্পতি। পরে বাচ্চাটির খোঁজ পড়লে মহিলা জানিয়ে দেন, তাঁর মতে আরও একটি সন্তানকে পালন করা ওই দম্পতির পক্ষে সম্ভব নয়। তাই তাকে বিক্রি করে দিয়েছেন। এই নিয়ে পারিবারিক বিবাদ অনেক হলেও তারা থানা পুলিশ করে নি। ইতিমধ্যে মৃত্যু হয় সেই ঠাকুমার।

তার পরেও তারা খোঁজ করেছে তাদের সন্তানের। এর মধ্যেই ঘটলো মিরাকেল। ২০০৯ সালে চিনের পুলিশ একটি বিরাট ডিএনএ ডেটাবেস তৈরি করে। যে সব দম্পতির সন্তান নিখোঁজ, তাঁদের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি দত্তক সন্তানরা যাঁরা তাঁদের জৈবিক বাবা-মায়ের খোঁজ চান তাঁদেরও নমুনার ব্যাঙ্কিং করা হয়। আর এর সাহায্যেই সন্ধান পাওয়া যায় ওই সন্তানের। ফেব্রুয়ারিতে দেখা যায় দম্পতির রক্তের নমুনার সঙ্গে মিলে গিয়েছে প্যাং নামের এক যুবকের সঙ্গে। নিশ্চিত হতে ফের নমুনা পরীক্ষা করে দেখা হয়। তাতেই রিপোর্ট পসিটিভ। ৩৭ বছরের সন্তানকে জড়িয়ে ধরে মায়ের বাঁধভাঙা আবেগ আর আনন্দের চোখের জল একসঙ্গে ঝরে পরে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments