Saturday, January 18, 2025
Homeখবরআর জি কর কাণ্ডে মদন মিত্রের অভিনব শ্লোগান

- Advertisment -

আর জি কর কাণ্ডে মদন মিত্রের অভিনব শ্লোগান

 

একথা ঠিক যে কামারহাটির বিধায়ক মাঠে না নামলে কোনো কিছুই যেন সম্পূর্ণ হয় না। কারণ মদন মিত্রের একটা নিজস্ব ভাষা আছে, আছে উত্তেজক প্রচুর অনুগত। রবিবার কামারহাটি থেকে মদন মিত্র বের করলেন মিছিল। দাবি – অপরাধীর ফাঁসি। কিন্তু শ্লোগান গেলো পাল্টে। তিলোত্তমার বিচার চেয়ে সরবও হলেন কামারহাটির বিধায়ক। বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধীদের বিরুদ্ধে। সাফ বললেন, রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে বাম-বিজেপি। স্লোগানের সুরে বললেন, “সিপিএম-বিজেপি জেনে রাখো আর একটা আরজি কর হলে ধোলাই হবে পেটাই হবে। সিপিএম-বিজেপির দুষ্কৃতীদের গনধোলাই দিতে হবে।” নাগরিক মহল বলেন, এটাই প্রকৃত মদন মিত্র।

এই মুহূর্তে তিনি রাজনীতিতে ততটা সক্রিয় নন। শারীরিক কারণ হোক বা অন্য কোনো কারণ হোক, তাঁকে সামনের সারিতে আর দেখা যায় না। এ হেন মদন মিত্র আর নি কর কাণ্ডে পথে নামেন। মদন মিত্রের শ্লোগানের পাল্টা দিয়েছেন, বিজেপির শমীক ভট্টাচার্য। তিনি বলেন, ” মদন মিত্র কোনও ছোট প্লেয়ার নয়। কলেজ জীবন থেকে রাজনীতি করছেন। দলের জন্ম লগ্ন থেকে মমতার সঙ্গে আছেন। উনি সমাজবিরোধীদের চেনেন। ওরা মদন মিত্রকে চেনে। সুতারাং কে অপারেট করতে পারে কে লোক আনতে পারে তা তিনি জানেন। তাই আরজি করে কে ভাঙচুর করেছিল সবটাই উনি জানেন।” প্রসঙ্গত, দিন যত যাচ্ছে ততই আরজি কর কাণ্ডে আরও ঘোলা হচ্ছে জল। একদিকে যখন মমতার পদত্যাগের দাবিতে সরব হচ্ছেন বিরোধীরা, তখন অন্যদিকে দোষীদের পদত্যাগের দাবিতে মাঠে নেমেছেন মমতা নিজে। তদন্তের জাল গোটাচ্ছে সিবিআই। যদিও এখনও পর্যন্ত ধৃতের সংখ্যা এক।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Most Popular

Recent Comments